• ঢাকা
  • রবিবার , ২২ জুন ২০২৫ , সকাল ১১:৫১
  • ৮ আষাঢ়, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

ধুনটে শ্রীশ্রী মহানাম যজ্ঞানুষ্ঠান ও লীলা কীর্তনে আর্থিক সহযোগিতা প্রদান করলেন সাবিনা।

রিপোর্টার : amarsonardesh.com
ধুনটে শ্রীশ্রী মহানাম যজ্ঞানুষ্ঠান ও লীলা কীর্তনে আর্থিক সহযোগিতা প্রদান করলেন সাবিনা। ই-পেপার/প্রিন্ট ভিউ

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে ৩২ প্রহর ব্যাপী শ্রীশ্রী মহানাম যজ্ঞানুষ্ঠান ও লীলা কীর্তনে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। গত সোমবার রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়ন পিরাহাটি পচ্চিম পাড়া ৩২ প্রহর ব্যাপী শ্রীশ্রী মহানাম যজ্ঞানুষ্ঠান ও লীলা কীর্তন অনুষ্ঠানে আর্থিক সহযোগিতা প্রদান করেন ধুনট থানার সরদানী তৃতীয় লিঙ্গের সাবিনা। তিনি ৩২ প্রহর ব্যাপী শ্রীশ্রী মহানাম যজ্ঞানুষ্ঠান ও লীলা কীর্তন কমিটির সভাপতি শ্রী সুশীল সাহা ও সাধারন সম্পাদক শ্রী সাধু সাহার হাতে নগদ টাকা তুলে দেন।


Bangladesh

আরও পড়ুন