আমার সোনার দেশ ডিজিটাল : ঢাকার কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের চুনকুটিয়া এলাকায় রুপালি ব্যাংকের শাখায় ডাকাত দল হানা দিয়েছে। আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে ব্যাংকে ঢুকে অস্ত্রের মুখে কর্মকর্তাদের জিম্মি করে রাখে তারা। খবর পেয়ে পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর টিম ব্যাংকটি ঘেরাও করে রেখেছে। ডাকাতদের আত্মসমর্পণ করার জন্য মাইকে আহ্বান জানাচ্ছেন উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ব্যাংকের ম্যানেজার শেখর মণ্ডল জানান, ঘটনার সময় তিনি ব্যাংকের বাইরে ছিলেন। তাদের সঙ্গে আমরা নেগোশিয়েট করছি। ব্যাংকের জিএম ইসমাইল হোসেন শেখ বলেন, ব্যাংকের ভেতরে ৩ জন ডাকাত অস্ত্রসহ ঢুকেছে। তারা আটকা পড়ার পর নিরাপদ প্রস্থান ও ১৫ লাখ টাকা দাবি করছে। আইনশৃঙ্খলা বাহিনী ও আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, ব্যাংকের ওই শাখায় বেশ কিছু মানুষকে জিম্মি করে রাখা হয়েছে। আমরা বাইরে ঘিরে রেখেছি। জিম্মিদের উদ্ধারে যেকোনো সময় অভিযান চালানো হতে পারে।