শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে যথাযোগ্য মর্যাদায়, বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে বিজয় মেলা এবং পৌরসভার যৌথ আয়োজনে শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল টুর্নামেন্ট শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার। এসময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ আব্দুল হান্নান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহবুব মোরশেদ, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী,আইসিটি কর্মকর্তা মাহফুজার রহমান নয়ন, উপজেলা সহকারি কৃষি কর্মকর্তা এম আপেল মাহমুদ,উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, পৌর বিএনপি নেতা বুলবুল ইসলাম,আব্দুল করিম,সাবেক পৌর কাউন্সিলর ও বিশিষ্ট ঠিকাদার এস এম তাজুল ইসলাম,প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডল,যুবদল নেতা খালিদ হাসান আরমান,মাহদী হাসান তমাল,পৌর জামায়াতের সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী,ফারুক আহম্মেদ, প্রবীণ সাংবাদিক বাবু রতন রায়,আব্দুর রউফ রুবেল, রবিউল ইসলাম রবি, রশিদুল রহমান রানা, আব্দুর রহমান, শিবগঞ্জ পৌরসভার অফিস সহায়ক বদিউজ্জামান,স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ রানা মাসুম,রায়হানুল হক রনি,ছাত্রদল নেতা বিপুল রহমান,মীর মুন,আল আমিন প্রমুখ।