সিনিয়র রির্পোটার,ঢাকা : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন পাঁচজন। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২৯ জন, এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৯৪ হাজার ছাড়াল। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটিতে ১১২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৯২, ঢাকা বিভাগে ১৫৩, বরিশালে ৫৫, চট্টগ্রামে ৬১, খুলনায় ৭৫, রাজশাহীতে ৩৪, ময়মনসিংহে ২২, রংপুরে ১৬ ও সিলেটে ৯। চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯৪ হাজার ৩১৪ জন। আর মশাবাহিত রোগটিতে মারা গেছেন ৫০৯ জন। প্রসঙ্গত, গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ রোগী। ওই সময়ে মারা যান ১ হাজার ৭০৫ জন।