বাঘারপাড়া- বসুন্দিয়া) প্রতিনিধি
যশোরের
বাঘারপাড়ায় ‘জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে তিন দিন
ব্যাপি উন্নয়ন মেলা’র উদ্বোধন করা
হয়েছে। রোববার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা
পরিষদ চত্ত্বরে এ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মেলার উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মত হোসনে আরা
তান্নি। এসময় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিথীকা বিশ্বাস, বাঘারপাড়া পৌর সভার মেয়র কামরুজ্জামান বাচ্চু, উপজেলা
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরূপ জ্যোতি ঘোষ, উপজেলা প্রকৌশলী আবু সুফিয়ান,
সমাজ সেবা
কর্মকর্তা এটিএম মাসুদ হোসেন,
জনস্বাস্থ্য
প্রকৌশলী আবু হানিফ। মেলায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, ৯টি ইউনিয়ন, ১টি পৌরসভা, জনস্বাস্থ্য প্রকৌশল অফিস ও স্থানীয় সরকার
প্রকৌশল অফিস অংশগ্রহণ করে একই সাথে ১২টি স্টলের
মাধ্যমে সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র প্রদর্শনী তুলে ধরা হয়। এসময় অনুষ্ঠানে
আরও উপস্থিত ছিলেন, নারিকেলবাড়িয়া ইউপি চেয়ারম্যান বাবলু কুমার
সাহা, বাসুয়াড়ী ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান , জামদিয়া ইউপি চেয়ারম্যান শেখ আরিফুল ইসলাম তিব্বত, জহুরপুর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টুসহ বিভিন্ন দপ্তরের প্রধান ও
কর্মচারীবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনায় বক্তারা বলেন, দেশে এই প্রথম বারের মত
দিবসটি পালন করা
হচ্ছে। তারা আরও বলেন, স্থানীয় সরকার যেসব কার্যক্রম পরিচালনা করেন তার মধ্যে পারিবারিক ও সামাজিক সমস্যা সমাধান এবং
সামাজিক নিরাপত্তা উল্লেখযোগ্য। উল্লেখ্য দিবসটি উপলক্ষে
বাঘারপাড়া উপজেলা চত্বরে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার
আয়োজন করা হয়েছে। মেলায় সরকারি বিভিন্ন দপ্তর নিজ নিজ দপ্তরের উন্নয়ন কর্মকান্ড
প্রদর্শন করেন।