• ঢাকা
  • রবিবার , ১৫ জুন ২০২৫ , সন্ধ্যা ০৬:৪২
  • ১ আষাঢ়, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

খেজুরের রস ও বিয়ে কেড়ে নিলো ৬ বন্ধুর প্রাণ ,এলাকায় শোকের ছায়া

রিপোর্টার : amarsonardesh.com
খেজুরের রস ও বিয়ে কেড়ে নিলো ৬ বন্ধুর প্রাণ ,এলাকায় শোকের ছায়া ই-পেপার/প্রিন্ট ভিউ

আমার সোনার দেশ ডিজিটাল : পৃথক দুটি সড়ক দুঘটনায় ৬ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সূত্রের খবর,খেজুরের রস পান করতে গোপালগঞ্জের কাশিয়ানী থেকে কালিনগর যাওয়ার পথে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন কিশোর বন্ধু নিহত হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের হিরণ্যকান্দি সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের পাশে ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় অপর মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অকালে প্রাণ ঝরে পড়া ৩ কিশোর গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলার পোনা কাদিরপাড়া গ্রামের বাবুল নাগের ছেলে বিশাল নাগ , একই গ্রামের বিশ্বদাসের ছেলে দীপু দাস পিংগলিয়া গ্রামের মনির মৃধার ছেলে মো. হৃদয় মৃধা । পারিবারিক সূত্র জানায়, শখের বসে খেজুর রস খাওয়ার উদ্দেশ্যে খুব ভোরে বাড়ি থেকে বন্ধুরা মিলে বোয়ারমারী উপজেলার কালিনগর যাচ্ছিল। ভাঙ্গা হাইওয়ে থানার পরিদর্শক আবুল হাসেম মজুমদার আমার সোনার দেশ ডিজিটালকে জানান, ঢাকা থেকে খুলনাগামী একটি বাস ওই মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকসহ অন্য দুই আরোহী নিহত হন।

এদিকে চট্টগ্রামের মীরসরাইয়ে বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ৩ বন্ধু ঘটনাস্থলেই মারা যায়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুফিয়া রাস্তার মাথা এলাকায় শুক্রবার (১৭ জানুয়ারি)  ভোরে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত সনি বড়ুয়া, রুবেল বড়ুয়া নিপু বড়ুয়া মীরসরাই উপজেলার আবু তোরাব ইউনিয়নের মাইনি বড়ুয়া পাড়ার বাসিন্দা। এ বিষয়ে  জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই বোরহান উদ্দিন আমার সোনার দেশ ডিজিটালকে বলেন, রাত সাড়ে ৩টার দিকে মহাসড়কের সুফিয়া রাস্তা মাথার ইউটার্নের কাছে মোটরসাইকেলটি দুর্ঘটনায় শিকার হয়। পৃথক সড়ক দুঘটনায় ৬ বন্ধুর মৃত্যুতে সংশ্লিষ্ট এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।


Bangladesh

আরও পড়ুন