আমার সোনার দেশ ডিজিটাল : লন্ডন ক্লিনিকে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বুধবার রাতে তিনি সাংবাদিকদের এই তথ্য জানান। ডা. জাহিদ জানান, লন্ডন ক্লিনিকে অধ্যাপক প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসা চলছে সাবেক এ প্রধানমন্ত্রীর।
ডা.
জাহিদ জানান, বাংলাদেশে খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম নিয়ে প্রশংসা করেছেন প্যাট্রিক কেনেডি। বাংলাদেশে সব পরীক্ষা-নিরীক্ষা করা যায় না। এখানে এসব করা হবে। আগামী কয়েকদিন খালেদা জিয়া এই হাসপাতালে থেকেই চিকিৎসা নেবেন। ডা. জাহিদ বলেন, দীর্ঘ জার্নি শেষে লন্ডন ক্লিনিকে সুস্থ আছেন বেগম খালেদা জিয়া। চিকিৎসকেরা যতদিন দরকার মনে করবেন বেগম জিয়া ততদিন এই হাসপাতালে ভর্তি থাকবেন। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে খালেদা জিয়া তাঁর বড় ছেলে তারেক রহমানের বাসায় থাকবেন বলে জানান ডা. জাহিদ। তিনি বলেন, সেখানেও তিনি চিকিৎসকের তত্ত্বাবধানে থাকবেন। এরআগে, বাংলাদেশ সময় বিকেল ৩টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান খালেদা জিয়া। ছেলে তারেক রহমান সাড়ে ৭ বছর পর মাকে দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন। এ সময় ছেলেকে অনেকক্ষণ বুকে জড়িয়ে ধরে থাকেন মা। পাশে ছিলেন পুত্রবধূ ডা. জোবাইদা রহমান। যুক্তরাজ্যে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার হযরত আলী খান বিমানবন্দরে খালেদা জিয়াকে ফুল দিয়ে স্বাগত জানান। বিমানবন্দরের বাইরে এ সময় ম্লোগান দিতে থাকেন যুক্তরাজ্য বিএনপির নেতা কর্মীরা।পরে হিথ্রো বিমানবন্দর থেকে নিজে গাড়ি চালিয়ে মা খালেদা জিয়াকে নিয়ে লন্ডন ক্লিনিকে যান ছেলে তারেক রহমান।
এর
আগে, মঙ্গলবার রাতে খালেদা জিয়াকে হজরত শাহজালাল বিমানবন্দরে বিদায় জানান দলের মহাসচিবসহ শীর্ষ নেতৃবৃন্দ।