• ঢাকা
  • রবিবার , ২২ জুন ২০২৫ , দুপুর ১২:০৬
  • ৮ আষাঢ়, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / রাজনীতি

মোদির বক্তব্য বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অবমাননা: রিজভী

রিপোর্টার : amarsonardesh.com
মোদির বক্তব্য বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অবমাননা: রিজভী ই-পেপার/প্রিন্ট ভিউ

আমার সোনার দেশ ডিজিটাল:

বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি বক্তব্যে তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মোদির বক্তব্যে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা নিয়ে করা মন্তব্যকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অবমাননা হিসেবে উল্লেখ করেছেন তিনি।মোদী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে একটি স্ট্যাটাসে লেখেন, "আজকের এই বিজয় দিবসে, সেইসব নির্ভীক সেনাদের সাহস ও আত্মত্যাগকে আমরা সম্মান জানাই, যারা ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রেখেছিল।" রিজভী মোদির এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ, যেখানে ৩০ লাখ শহিদের রক্ত ও ২ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছিল। তিনি দাবি করেন, ভারত স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশের মিত্র ছিল, কিন্তু মোদির এই বক্তব্য বাংলাদেশ ও তার মুক্তিযোদ্ধাদের অবমাননা করছে।রিজভী আরও বলেন, "আমরা রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছি, ভারতের কাছে মাথা নত করার জন্য নয়।" তিনি মোদির বক্তব্যের বিরুদ্ধে জোর প্রতিবাদ জানিয়ে বলেন, "১৬ ডিসেম্বর ১৯৭১ ছিল বাংলাদেশের বিজয়ের দিন, ভারত ছিল আমাদের মিত্র, এর বেশি কিছু নয়।"এই বক্তব্য কেরানিগঞ্জে অনুষ্ঠিত বিএনপির বিজয় র‍্যালির পর তিনি ব্যক্ত করেন, যেখানে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন


Bangladesh

আরও পড়ুন