স্টাফ রির্পোটার,ঢাকা : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নিতে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এসেও ফেরত গিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ। এ সময় তার সঙ্গে দলের আরেক শীর্ষ নেতা। তালিকায় নাম থাকায় তারা ফেরত যান বলে জানা গেছে। এলডিপির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা গতকাল মঙ্গলবার এলডিপি মহাসচিব ড. রেদওয়ান আহমেদকে ফোন করে তাদের দলকে বৈঠকে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান।আজ বৈঠকে অংশ নিতে গেলে তালিকায় এলডিপি নেতাদের নাম নাই জানানো হলে তারা ফেরত যান। পরে সরকারের পক্ষ থেকে তাদের আবার ফোন দিয়ে বৈঠকে অংশ নিতে বলা হয়। তবে তারা আর বৈঠকে অংশ নিতে যাননি। জাতীয় ঐক্যের ডাক দেওয়ার প্রস্তুতি হিসেবে আজ বিকেলে ৪টায় রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এর আগে বিকেল সাড়ে ৩টা থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আসতে শুরু করেন। বিএনপির স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধিদল বৈঠকে অংশ নিয়েছে। প্রতিনিধিদলের অন্যরা হলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন। জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নিয়েছে। গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিও বৈঠকে অংশ নিয়েছেন। তবে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি জাতীয় পার্টিকে (জাপা)। দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়াজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আজ মঙ্গলবার সন্ধ্যার পর, বুধ ও বৃহস্পতিবার দেশের সব ছাত্র সংগঠন, রাজনৈতিক দল ও ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখান থেকে জাতীয় ঐক্যের ডাক দেবেন তিনি। শফিকুল আলম বলেন, মঙ্গলবার সন্ধ্যা ৬টার পর থেকে সাড়ে ৭টা পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, আন্দোলনে থাকা অন্য ছাত্র সংগঠনগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করবেন ড. ইউনূস। পরদিন বুধবার বিকেল ৪টার দিকে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এরপরের দিন ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। বৈঠক থেকে জাতীয় ঐক্যের ডাক দেবেন প্রধান উপদেষ্টা।