আমার সোনার দেশ ডিজিটাল:আওয়ামী লীগকে নিষিদ্ধ নিয়ে দেশের সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করতে যোগাযোগ স্থাপন করেছে অন্তর্বর্তী সরকার। আজ শুক্রবার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত আসবে। বিবৃতি বলা হয়, ‘সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জনগণের পক্ষ থেকে স্বৈরশাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে, তা সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে।
এ ব্যাপারে সরকার রাজনৈতিক দলগুলোর সাথে ইতোমধ্যে যোগাযোগ স্থাপন করেছে, তাদের সাথে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবে।’ সকলকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, আওয়ামী লীগ নিষিদ্ধ করতে দলটির নেতা ও সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন সরকার বিবেচনায় রাখছে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ইতোমধ্যে সরকার জনদাবির প্রতি সম্মান জানিয়ে প্রচলিত আইনের অধীনে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে।