আমার সোনার দেশ ডিজিটাল : নোয়াখালিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি পথসভায় হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে এনসিপি নেতা আব্দুল হান্নান মাসউদসহ দলটির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় হাতিয়ার জাহাজমারা এলাকায় এ ঘটনা হয়।
বিষয়টি নিশ্চিত করে আব্দুল হান্নান মাসউদের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে এরজন্য বিএনপিকে দায়ী করা হয়েছে। এতে বলা হয়েছে, ‘নোয়াখালীর হাতিয়ার জাহাজমারাতে বিএনপির সন্ত্রাসী বাহিনী আব্দুল হান্নান মাসউদ ভাইকে মেরে ফেলার উদ্দেশ্য অতর্কিত হামলা করে।এতে হান্নান মাসউদ ভাইসহ ৫০+ নেতাকর্মী গুরুতর আহত।’ হামলার প্রতিবাদে এনসিপির নেতাকর্মীরা জাহাজমারা বাজারে অবস্থান কর্মসূচি পালন করছেন। এ বিষয়ে পুলিশের বক্তব্য এখনও জানা যায়নি।