• ঢাকা
  • রবিবার , ১৫ জুন ২০২৫ , বিকাল ০৫:৩৫
  • ১ আষাঢ়, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / রাজনীতি

আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি দূরভিসন্ধিমূলক আচরণ: রিজভী

রিপোর্টার : amarsonardesh.com
আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি দূরভিসন্ধিমূলক আচরণ: রিজভী ই-পেপার/প্রিন্ট ভিউ

আমার সোনার দেশ ডিজিটাল :

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি কিছু রাজনৈতিক দলের দূরভিসন্ধিমূলক আচরণ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ রবিবার রাজধানীর শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।রিজভী বলেন, ‘শেখ হাসিনা ভয়ংকর পরিকল্পনা নিয়ে ওঁৎ পেতে আছে। দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে সেই ষড়যন্ত্র নস্যাৎ করতে হবে। জাতি এখন অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে।’এসময় তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিতে গড়িমসি করছে বলেও অভিযোগ করেন।বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘যে গণতন্ত্রের জন্য এত জীবন গেল, সেই গণতন্ত্র ফেরাতে ভোটের জন্য চূড়ান্ত দিনক্ষণ দিতে হবে এই সরকারকে।’এর আগে প্রয়োজনীয় সংস্কার দ্রুত সেরে নেওয়ার কথা বলেন রিজভী।



Bangladesh

আরও পড়ুন