এখনই সাবধান না হলে ড. ইউনূসকেও পালাতে হবে: কর্নেল অলি
স্টাফ রিপোর্টার:
অন্তবর্তীকালীন সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কড়া সমালোচনা করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট এবং সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এখনই সাবধান না হলে ড. ইউনূসকে ক্ষমতা থেকে সরতে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে এবং তাঁকেও দেশ ছাড়তে হতে পারে।বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় এলডিপির দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কর্নেল (অব.) অলি আহমদ বলেন, "আমি ড. ইউনূসকে পরামর্শ দিয়েছিলাম। কিন্তু তিনি মনে করেন, তাঁর কোনো পরামর্শের প্রয়োজন নেই। তবে মনে রাখতে হবে, মানুষের মন জয় করতে না পারলে ক্ষমতায় টিকে থাকা কঠিন হবে। এখনই সতর্ক না হলে তাঁর পরিণতিও ভয়ানক হতে পারে।"তিনি আরও বলেন, "শুধু তিনি নন, তাঁর সঙ্গে যারা আছেন, তাদের অনেকেই দেশ ছেড়ে পালাবে। কারণ তারা জনগণের জন্য কিছু করেননি। জনগণ তাদের মেনে নেয়নি, বরং ক্ষোভে ফুঁসছে।"বীর মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমদ বলেন, "দেশের মানুষের সেবা করার বদলে দুর্নীতির মাধ্যমে নিজেদের পকেট ভারী করেছেন সরকারে থাকা ব্যক্তিরা। জনগণের দোয়া ছাড়া কেউ ক্ষমতায় থাকতে পারে না। আমি স্পষ্টভাবে বলতে চাই, আল্লাহও আপনাদের ওপর নারাজ। আল্লাহর সঙ্গে যে কানেকশন থাকা দরকার, তা করতে পারেননি। জনগণের দোয়া ও আস্থা ছাড়া ক্ষমতায় টিকে থাকা কঠিন।"তিনি বলেন, "মানুষের দুঃখ-কষ্ট লাঘবের জন্য সরকার কাজ করেনি। চাঁদাবাজি, দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতি চলছেই। প্রশাসনও অকার্যকর হয়ে পড়েছে।"সরকারি প্রশাসনের ব্যর্থতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে কর্নেল অলি আহমদ বলেন, "এখনো চাঁদাবাজি বন্ধ হয়নি। থানাগুলোতে পুলিশের সঠিক ভূমিকা নেই। মানুষ ন্যায়বিচার পাচ্ছে না। তাই আমি বলবো, থানা বন্ধ করে দিন। জনগণকেই বিচার করতে দিন।"তিনি আরও বলেন, "খতিয়ানের জন্য মানুষ অফিসে যায়, কিন্তু খতিয়ান পায় না। জন্মসনদের জন্য মানুষ দৌড়ঝাঁপ করছে, কিন্তু তাদের হয়রানির শিকার হতে হচ্ছে। দুর্নীতি আর অনিয়মের কারণে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।"দেশের সম্পদ লুটপাট ও ভূমি দখলের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে কর্নেল অলি বলেন, "দেশের প্রভাবশালীরা সাধারণ মানুষের জমি দখল করে নিচ্ছে। কৃষকদের ফসলি জমি কেটে পুকুর বানানো হচ্ছে, খনন করে গর্ত তৈরি করা হচ্ছে। অথচ এসব দেখার কেউ নেই। তাহলে এই সরকার রেখে লাভ কী?"দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে কর্নেল অলি আহমদ বলেন, "জনগণ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। তাদের মৌলিক অধিকার রক্ষার কেউ নেই। তাই জনগণের জন্য প্রকৃত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে।"
তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, "দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করতে হলে স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। জনগণের অধিকার আদায়ের আন্দোলন আরও বেগবান করতে হবে।"