• ঢাকা
  • শনিবার , ১৪ জুন ২০২৫ , রাত ০২:০১
  • ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / জাতীয়

পাঠ্যবই থেকে বাদ ‘রাজনৈতিক অতিকথন ও বন্দনা’

রিপোর্টার : amarsonardesh.com
পাঠ্যবই থেকে বাদ ‘রাজনৈতিক অতিকথন ও বন্দনা’ ই-পেপার/প্রিন্ট ভিউ

  • আমার সোনার দেশ ডিজিটাল : অষ্টম নবম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত করা হয়েছে জুলাই অভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছাড়ার ঘটনা। আরও যুক্ত করা হয়েছে, আওয়ামী লীগের সময় অনুষ্ঠিত তিনটি বিতর্কিত নির্বাচন, ভোটাধিকার হরণ, ব্যাংক লুট গুম-খুনের তথ্য। ইতিহাস থেকে রাজনৈতিক অতিকথন বন্দনা বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছে এনসিটিবি। অন্যদিকে, ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানের অনেক ঘটনা যুক্ত করা হয়েছে পাঠ্যবইয়ে। গত আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয়। দেশে ছাড়েন শেখ হাসিনা। এরপরই চলমান শিক্ষাক্রম বাতিল করে দেয় অন্তর্বর্তী সরকার। শুরু হয় বইয়ের পান্ডুলিপি পরিমার্জন। বিশেষজ্ঞদের অভিযোগ, গত ১৬ বছরে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হয়েছে। এনসিটিবি জানিয়েছে, মুক্তিযুদ্ধে যার যা অবদান এবার পাঠ্যবইয়ে সেটিই থাকছে। এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক রিয়াজুল হাসান বলেন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং শেখ মুজিবুর রহমান তারা যেমন ছিলেন। তেমনি মুক্তিযুদ্ধের সূচনাকালে মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন ২৬ এবং ২৭ মার্চ।অষ্টম নবম শ্রেণির পাঠ্যবইয়ে গণঅভ্যুত্থানের ইতিহাস সংযুক্ত করা হয়েছে। ছাত্র-জনতার ওপর পতিত সরকারের বর্বরোচিত হামলার ঘটনাও রয়েছে। ভোটাধিকার হরণ, গুম-খুনের বিষয়ও অন্তর্ভুক্ত করা হয়েছে। অধ্যাপক রিয়াজুল হাসান বলেন, আমাদের নতুন গৌরবগাথা নামের একটি প্রবন্ধের মধ্যে নবমদশম শ্রেনির বইতে আছে। আমাদের জুলাই বিপ্লবকে কেন্দ্র করে যে লেখাটি রয়েছে তার মধ্যে এই বিষয়গুলো আছে।গবেষকরা বলছেন, এসব বিষয় সংযুক্ত করায় মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করবে ছাত্র-জনতার অবদানকে, ঘৃণা জানাবে স্বৈরাচারকে। ঢাকা শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক নূর--আলম সিদ্দিকী বলেন, এই শহীদদের বীরগাথা প্লাস যারা জীবিত আছে তাদের মুখের কথা শোনা এবং সেগুলো গল্প আকারে ছোট ছোট করে তুলে ধরা। যারা হাসপাতালে ভর্তি আছে, দেশের জন্য অসাধারণ কিছু উদাহরণ আছে তাদের।আগামী বছর পাঠ্যবইয়ে আরও প্রয়োজনীয় সংশোধন আনার আহ্বান জানান গবেষকরা।
  •  
  •  


Bangladesh

আরও পড়ুন