আমার সোনার দেশ ডিজিটাল : বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানিয়েছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জন কিরবি। বাংলাদেশে কথিত হিন্দু নির্যাতন এবং তাদের উপাসনালয়ে হামলার প্রতিবাদে হোয়াইট হাউসের সামনে প্রতিবাদের বিষয়টি উল্লেখ করে এক সাংবাদিক জন কিরবির কাছে জানতে চান, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ বিষয়ে অবগত রয়েছেন কি না অথবা প্রেসিডেন্ট তার বন্ধু ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাতিসংঘে সাধারণ অধিবেশনের ফাঁকে সাক্ষাতের সময় হিন্দুদের ওপর ‘নির্যাতনের’ বিষয়টি উত্থাপন করেছিলেন কি না? জবাবে জন কিরবি জানিয়েছেন, বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন প্রেসিডেন্ট বাইডেন এবং তার প্রশাসন। তিনি বলেন, আমরা এ বিষয়টি খুব, খুব, খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও বাংলাদেশের ঘটনাগুলো মনযোগের সঙ্গে পর্যবেক্ষণ করছেন।