আমার সোনার দেশ ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলের নেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশে হিন্দুদের উপর কথিত নির্যাতনের প্রতিবাদ করেছেন। পাশাপাশি হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন তিনি। বিক্ষোভ চলাকালীন বিজেপি নেতা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকেও সতর্ক করে বলেন যে, ‘আপনি যদি আপনার অতীত ভুলে যান তবে আপনার ভবিষ্যত উজ্জ্বল নয়। উত্তর ২৪ পরগনা জেলায় অখিল ভারতীয় সান্ত সমিতি দ্বারা সংগঠিত, এই বিক্ষোভে আরও বেশ কয়েকজন বিজেপি বিধায়ক এবং হিন্দু সন্ন্যাসীদের অংশগ্রহণ করতে দেখা গেছে। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসায়নেসের (ইসকন) সাবেক সদস্য চিন্ময় কৃষ্ণ দাসকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম আদালতে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, ‘এই লড়াই বেঁচে থাকার জন্য, জীবন যাপনের জন্য। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ইউনূস সতর্ক থাকুন।' পরে প্রতিবাদের একটি ভিডিও শেয়ার করে এক্স-এর এক পোস্টে শুভেন্দু অধিকারী বলেন, ‘হাজার হাজার সন্ন্যাসী, ইসকনের ভক্ত এবং সাধারণ সনাতন মানুষ চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর মতো আধ্যাত্মিক নেতাদের গ্রেপ্তার, হিন্দুদের উপর ‘নির্যাতনের’ বিরুদ্ধে প্রতিবাদ করতে জড়ো হয়েছেন। বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ এবং এর অন্তর্বর্তী সরকারের কাছে দাবি করি হিন্দু ধর্মীয় সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার জন্য আপনাদের কাজ করতে হবে।" এর আগে, একটি সরকারি বিবৃতিতে ভারতের বিদেশ মন্ত্রণালয় হাইলাইট করেছিল যে, চিন্ময় কৃষ্ণ দাসের ঘটনাটি বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের উপর ‘ধারাবাহিক আক্রমণে’র মধ্যে এসেছে। যার মধ্যে রয়েছে অগ্নিসংযোগ, লুটপাট, চুরি, ভাঙচুর এবং ধর্মীয় স্থানগুলোতে হামলার ঘটনা। ইতিমধ্যেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সংসদে বলেছেন যে, বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে ‘সহিংসতার’ ঘটনাগুলোকে গুরুত্বের সাথে বিবেচনা করছে ভারত এবং সংখ্যালঘুসহ সকল নাগরিকের জীবন ও স্বাধীনতা রক্ষা করা ঢাকার প্রাথমিক দায়িত্ব। সূত্র : ইন্ডিয়া টুডে।