• ঢাকা
  • মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি ২০২৫ , রাত ০২:৪৬
  • ২৮ মাঘ, ১৪৩১
ব্রেকিং নিউজ
হোম / জাতীয়

দ্বিতীয় দিনেও গণত্রাণ সংগ্রহ কর্মসূচি চলছে ঢাবিতে

রিপোর্টার : amarsonardesh.com
দ্বিতীয় দিনেও গণত্রাণ সংগ্রহ কর্মসূচি চলছে ঢাবিতে ই-পেপার/প্রিন্ট ভিউ

স্টাফ রিপোর্টার, ঢাকা

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে চলমান বন্যা পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) দ্বিতীয় দিনের মতো চলছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেরগণত্রাণসংগ্রহ কর্মসূচি। সময় বিভিন্ন খাদ্যসামগ্রী জরুরি পণ্য বোঝাই ট্রাক, মাইক্রোবাস, রিকশা আসে (টিএসসি) গেটে। সেখান থেকে ত্রাণ সামগ্রী নিয়ে জমা করা হচ্ছে টিএসসি ক্যাফেটেরিয়া গেমস রুমে।

শুক্রবার (২৩ আগস্ট) সরেজমিন টিএসসি চত্বর ঘুরে এমন চিত্র লক্ষ্য করা যায়। আজ সকাল ৮টায় ত্রাণ কার্যক্রম শুরু হয়ে চলবে রাত ১০টা পর্যন্ত। কার্যক্রমে শতাধিক শিক্ষার্থী স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে যাচ্ছেন। দুপুরে টিএসসি প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, রাজধানীর বিভিন্ন স্থান থেকে ব্যক্তি বা প্রতিষ্ঠানের উদ্যোগে বিভিন্ন পরিবহনে করে বন্যার্তদের জন্য খাবার, জামা-কাপড় প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আসছেন। শুধু খাদ্যসামগ্রী নয়, সংগ্রহ করা হচ্ছে টাকাও। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেওয়া তথ্য মতে, শুধু গতকালই বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান থেকে অনলাইন-অফলাইনে পাওয়া টাকার পরিমাণ ছিল ২৯ লাখ ৭৬ হাজার ১৭৩ টাকা।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সারাদিনও এভাবে ত্রাণ সংগ্রহ কার্যক্রম অব্যাহত রেখেছিলেন তারা। পরে এসব ত্রাণ নির্ধারিত পরিমাণে প্যাকেজিং করে রাতে ট্রাক বোঝাই করে নিয়ে যাওয়া হয়েছে ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুরসহ বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন জেলায়। গণত্রাণ সংগ্রহের সঙ্গে সংশ্লিষ্টরা জানান, ত্রাণ সংগ্রহ, প্যাকোজিংসহ সার্বিক সহযোগিতায় ঢাবির শিক্ষার্থীদের বাইরেও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা স্বেচ্ছায় অংশগ্রহণ করেছেন এবং তারা স্বতঃস্ফূর্তভাবে কাজ করে যাচ্ছেন।

তারা বলেন, শিক্ষার্থীদের গণত্রাণ কর্মসূচিতে নগদ টাকা, শুকনো খাবার যেমন, মুড়ি, চিড়া, বিস্কিট, স্যালাইন, জামা-কাপড় অন্যান্য জরুরি জিনিসপত্র গ্রহণ করা হচ্ছে। এছাড়া বিশুদ্ধ পানির সংকট বিবেচনায় পানি, লাইফ জ্যাকেটও সংগ্রহ করা হচ্ছে। জরুরি অবস্থায় নারীদের জন্য স্যানিটারি ন্যাপকিন শিশুদের বস্ত্র সংগ্রহের উপর গুরুত্ব দিচ্ছেন তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক মো. মহিউদ্দিন বলেন, আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে দ্বিতীয় দিনের মতো গণত্রাণ সংগ্রহ কর্মসূচি চলমান রেখেছি। শিক্ষার্থী সাধারণ মানুষ তাদের সাধ্য অনুযায়ী সর্বোচ্চ সহযোগিতা করছেন। আমরা গতকাল ২৯ লাখের বেশি অর্থ বিপুল পরিমাণ ত্রাণ সংগ্রহ করেছি। আজ তারচেয়ে কয়েকগুণ বেশি ত্রাণ আসছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ত্রাণ সহায়তা করবেন যেভাবে:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সরাসরি উপস্থিত হয়ে নগদ অর্থ খাদ্যসামগ্রী দেওয়া যাবে। অনলাইনে বিকাশ, নগদ, রকেট ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নিম্নোক্ত নম্বরগুলোতে অর্থ সহায়তা পাঠানো যাবে।

মোবাইল ব্যাংকিং :

বিকাশ নগদ : 01886969859

রকেট : 018869698597

মোবাইল ব্যাংকিংয়ের নম্বর দুটি মার্চেন্ট অ্যাকাউন্ট। তাই টাকা পাঠানোর সময় অবশ্যই পেমেন্ট করতে হবে।

ব্যাংক অ্যাকাউন্ট :

Mohammad Anisur Rahman

Account : 20503100200291004


Bangladesh

আরও পড়ুন