• ঢাকা
  • রবিবার , ১৫ জুন ২০২৫ , সন্ধ্যা ০৬:৪০
  • ১ আষাঢ়, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / জাতীয়

রাজধানীতে ঐতিহ্যবাহী ঈদ আনন্দ মিছিল

রিপোর্টার : amarsonardesh.com
রাজধানীতে ঐতিহ্যবাহী ঈদ আনন্দ মিছিল ই-পেপার/প্রিন্ট ভিউ

আমার সোনার দেশ ডিজিটাল : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আয়োজনে রাজধানীতে ঐতিহ্যবাহী ঈদ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য এ আয়োজনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। 

সোমবার (৩১ মার্চ) সকাল থেকে আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে শুরু হয়ে আনন্দ মিছিলটি মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় গিয়ে শেষ হয়।

এতে সুসজ্জিত পাঁচটি শাহী ঘোড়া, ১৫টি ঘোড়ার গাড়ি, ব্যান্ড পার্টি ও বাদ্যযন্ত্র ছিল। সুলতানি ও মোগল আমলের ঐতিহাসিক পাপেট শো প্রদর্শন করা হয়, যা উপস্থিত দর্শকদের বাড়তি আনন্দ দেয়।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, “আমাদের লক্ষ্য ঢাকার হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধার করা। ঈদ আনন্দ মিছিল সেই প্রচেষ্টারই একটি অংশ। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ আয়োজন করা হবে।”

মিছিলে অংশগ্রহণকারীরা বলেন, “অনেক দিন পর শহরে এভাবে ঈদ উদযাপিত হচ্ছে, যা সত্যিই আনন্দদায়ক। প্রতিবছর এমন আয়োজন হলে ঈদের আনন্দ বহুগুণে বেড়ে যাবে।” মিছিল শেষে সেমাই-মিষ্টির আয়োজন করা হয় এবং সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।


Bangladesh

আরও পড়ুন