• ঢাকা
  • রবিবার , ২২ জুন ২০২৫ , সকাল ১১:২০
  • ৮ আষাঢ়, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / জাতীয়

বাংলাদেশ-ভারত নতুন বৈরিতার শঙ্কা দেখছেন না বিশ্লেষকরা

রিপোর্টার : amarsonardesh.com
বাংলাদেশ-ভারত নতুন বৈরিতার শঙ্কা দেখছেন না বিশ্লেষকরা ই-পেপার/প্রিন্ট ভিউ

আমার সোনার দেশ ডিজিটাল : বাংলাদেশে সরকার পরিবর্তনে হলে ঢাকা-দিল্লি সম্পর্ক উন্নয়ন হবে বলে ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদি যে মন্তব্য করেছেন তাকে ইতিবাচক বলছেন বিশ্লেষকরা। তবে, পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে ভারতীয় সেনাপ্রধানের উদ্বেগের কোনো কারণ দেখছেন না তারা। বিশ্লেষকরা মনে করেন, চীন-পাকিস্তানের সাথে দীর্ঘ দিনের শত্রুতার মধ্যে বাংলাদেশ-ভারতের নতুন বৈরিতার কোনো শঙ্কা নেই। ভারতের একটি সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে দেশটির সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদি কথা বলেন, সেদেশের নিরাপত্তা, প্রতিবেশীদের সঙ্গে ও বাংলাদেশ-ভারত প্রসঙ্গে। 

বাংলাদেশ-ভারত প্রসঙ্গে কথা বলতে গিয়ে জেনারেল দ্বিবেদী জানান, ঢাকায় সরকার পরিবর্তন হলে ভারত-বাংলাদেশ সম্পর্ক পরিবর্তিত হতে পারে। তাই এ নিয়ে এখনই সিদ্ধান্ত নেওয়ার সময় হয়নি। দুই দেশের সেনাবাহিনীর সম্পর্ক ও নিয়মিত তথ্য আদান-প্রদানের কথাও জানান তিনি।

জেনারেল উপেন্দ্র দ্বিবেদি বলেন, ‘আমার মতে, ঢাকায় সরকার পরিবর্তনের ফলে ভারত-বাংলাদেশ সম্পর্ক পরিবর্তিত হতে পারে, তাই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য এখনই ‘খুব তাড়াতাড়ি’ হয়ে যায়। আমি স্পষ্টভাবে বলতে পারি, বর্তমানে দুই দেশের সেনাবাহিনীর সম্পর্ক অত্যন্ত দৃঢ়। আমরা নিয়মিত তথ্য আদান-প্রদান করি, যাতে কোনো ভুল বোঝাবুঝির সুযোগ না থাকে।’ ভারতের সেনাপ্রধানের এমন মন্তব্যকে ইতিবাচক বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা। 

নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল বলেন, ‘এখন যে অবস্থায় আছে ভারত–বাংলাদেশ সম্পর্ক, সেখান থেকে ভবিষ্যতে নির্বাচিত সরকার আসলে পরিস্থিতি আরও উন্নতির দিকে যাবে, এটা সেই ইঙ্গিতই করে। এটার মধ্যে নেতিবাচক কোনো কিছু আমরা দেখছি না। আমি মনে করি, এটা অত্যন্ত প্রশংসা পাওয়ার মত একটি কথা। বাংলাদেশের পক্ষ থেকেও সামরিক কূটনৈতিক সম্পর্ক অটুট রাখতেই হবে। উভয় স্বার্থের জন্যই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

পাকিস্তানকে সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল দাবি করে ঢাকা-ইসলামাবাদ সম্পর্কের উন্নতিকে যথেষ্ট উদ্বেগজনক বলে মন্তব্য করেন দ্বিবেদি। যদিও এবিষয়ে একমত নন নিরাপত্তা বিশ্লেষকরা। 

শামীম কামাল বলেন, ‘পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কে বিশাল উন্নতি হয়েছে। প্রশিক্ষণ, অস্ত্র সরঞ্জাম আনার ব্যাপার আছে, সেটা কিন্তু মোটেই না। উন্নতি হয়েছে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক বিগত ১৫–১৬ বছর আওয়ামী সরকারের সময় একেবারে বিচ্ছিন্ন ছিল। সেটা আরকি চালু হয়েছে।’ 

 চীন-পাকিস্তানের সঙ্গে বৈরিতার মধ্যে বাংলাদেশের সাথে ভারত নতুন করে কোনো শত্রুতায় জড়াবে না বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। 



Bangladesh

আরও পড়ুন