• ঢাকা
  • মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি ২০২৫ , রাত ০২:০৩
  • ২৮ মাঘ, ১৪৩১
ব্রেকিং নিউজ
হোম / আইন-বিচার

বগুড়ার সাবেক এমপি রিপু ও সাবেক উপজেলা চেয়ারম্যান সফিক স্ত্রীসহ গ্রেপ্তার

রিপোর্টার : amarsonardesh.com
বগুড়ার সাবেক এমপি রিপু ও সাবেক উপজেলা চেয়ারম্যান সফিক স্ত্রীসহ গ্রেপ্তার ই-পেপার/প্রিন্ট ভিউ

স্টাফ রিপোর্টার:

বগুড়া-৬ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রাগেবুল আহসান রিপুকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। বুধবার (১৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে নেত্রকোনার মোহনগঞ্জ পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে আন্দোলনে হামলা করে ছাত্র-জনতা হত্যাসহ ১২ মামলার আসামি আবু সুফিয়ান সফিক তার স্ত্রী মাহফুজা খানম লিপি সহ গ্রেপ্তার হয়েছেন। সফিক বগুড়া সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। র‌্যাব সদর দপ্তরের মিডিয়া শাখা জানিয়েছে, সাবেক সংসদ সদস্য রাগেবুল আহসান রিপুর বিরুদ্ধে বগুড়া জেলার বিভিন্ন থানায় হত্যা মামলাসহ মোট ১৩টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। র‌্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গতকাল রাতে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। ২০২৩ সালে অনুষ্ঠিত বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনেরও প্রার্থী ছিলেন রাগেবুল আহসান রিপু । অপর সূত্রে প্রকাশ ছাত্র-জনতা হত্যাসহ ১২ মামলার আসামি আবু সুফিয়ান সফিক ও তার স্ত্রী মাহফুজা খানম লিপি গ্রেপ্তার হয়েছেন। বুধবার (১৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে ঢাকার মোহাম্মদপুর থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার। গ্রেপ্তার আবু সুফিয়ান সফিক বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং তার স্ত্রী লিপি আক্তার বগুড়া জেলা পরিষদের সাবেক সদস্য। অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, বগুড়া সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিক এবং তার স্ত্রী মাহফুজা খানম লিপিকে রাত ৮টার দিকে ডিএমপির ডিবি তেজগাঁও টিম বগুড়া জেলা পুলিশের রিকুইজিশনের ভিত্তিতে মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে। তিনি আরও জানান, আবু সুফিয়ান সফিকের বিরুদ্ধে বগুড়া জেলার সদর থানায় জুলাই-আগস্টের একাধিক গণহত্যা মামলাসহ ১২টি মামলা রয়েছে এবং তার স্ত্রী লিপি বগুড়া সদর থানায় বিস্ফোরক আইন মামলার এজাহার নামীয় আসামি। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে ঢাকা থেকে আজ বগুড়ায় নেওয়া হবে বলে সূত্র জানিয়েছে।


Bangladesh

আরও পড়ুন