• ঢাকা
  • শনিবার , ১৪ জুন ২০২৫ , রাত ০২:৩৫
  • ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / আইন-বিচার

ঝিনাইদহ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে আটক ৪৭

রিপোর্টার : amarsonardesh.com
ঝিনাইদহ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে আটক ৪৭ ই-পেপার/প্রিন্ট ভিউ

ডেস্ক রিপোর্ট:

ঝিনাইদহে মহেশপুর উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশকালে ৪৭ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শনিবার (৩০ নভেম্বর) দুপুরে ওই উপজেলার সীমান্তের মাটিলা, খোশালপুর, পলিয়ানপুর, বাঘাডাঙ্গা, শ্যামকুড় ও লড়াইঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।আটকদের মধ্যে ১২ জন নারী, ১৯ জন পুরুষ ও ১৬ জন শিশু রয়েছেন।মহেশপুর বিজিবি ৫৮ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল শাহ মো. আজিজুস শহীদ জানান, মহেশপুর সীমান্তের বিভিন্ন এলাকা দিয়ে কিছু মানুষ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করছে।গোপন খবরের ভিত্তিতে সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৭ জনকে আটক করেছে বিজিবি। আটকদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

এদিকে,গত ০৫ আগস্ট থেকে ৩০ নভেম্বর পর্যন্ত মোট ৯৩৩ জনকে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবির সদস্যরা। এর মধ্যে ৮৮৫ জন বাংলাদেশি, ২৮ জন ভারতীয়, ২০ জন রোহিঙ্গা, সাবেক এমপি, সাবেক মন্ত্রী ও জেল পলাতক আসামি রয়েছেন বলে জানাগেছে।


Bangladesh

আরও পড়ুন