• ঢাকা
  • শনিবার , ১৪ জুন ২০২৫ , রাত ০১:২৪
  • ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / আইন-বিচার

বিডি কল বয় রিয়াল সার্ভিসের নামে প্রতারণা,হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা,তদন্তে নামছে পুলিশ

রিপোর্টার : amarsonardesh.com
বিডি কল বয় রিয়াল সার্ভিসের নামে প্রতারণা,হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা,তদন্তে নামছে পুলিশ ই-পেপার/প্রিন্ট ভিউ

আমার সোনার দেশ ডিজিটাল : টেলিগ্রামে গ্রুপ খুলে বিডি কল বয় রিয়াল সার্ভিসের নামে প্রতারণায় নেমেছে একটি চক্র।এই চক্রটি বিভিন্ন প্রলোভন দেখিয়ে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। আজ সোমবার সকালে বিডি কল বয় রিয়াল সার্ভিসের এডমিন তানজিলা নূর জান নামে টেলিগ্রাম দিয়ে কথা বলে ০১৭৭৭১২৯৫৭৫ বিকাশ পারসোনাল নম্বর দিয়ে ৫ হাজার ৫'শ টাকা নেয়। বিনিময়ে ভিআইপি কল বয় সার্ভিসের সুযোগ দেওয়ার কথা বলে। ৫ হাজার ৫'শ টাকা নেওয়ার পর আবার সিকিউরিটি মানি হিসাবে ফেরতযোগ্য উল্লেখ করে ১৫ হাজার টাকা দাবি করে। এক পর্যায়ে ১০ হাজার টাকা দিলে কল বয় হিসাবে কাজ দিবে।

টাকা পাঠানো ব্যক্তিটি সিকিউরিটি মানি দিতে পারবে না বলে সাফ জানিয়ে দেয়। একই সঙ্গে ব্যক্তিটির পাঠানো টাকা ফেরত চায়। কিন্তু টেলিগ্রাম নাম অনুযায়ী এডমিন তানজিলা নূর জান বলেন টাকা ফেরত দেওয়া সম্ভব নয়।  যে কারণে বিষয়টি ভূক্তভোগী ব্যক্তি র্যাব, পুলিশসহ আইন শৃংখলা বাহিনীর বিভিন্ন দপ্তরে অভিযোগ করবেন বলে জানিয়েছেন। তবে গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা বলেছেন, এ ধরনের প্রতারক গোষ্ঠীকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে,সে লক্ষ্যে পুলিশ তদন্তে নামবে।  বিডি কল বয় রিয়াল সার্ভিস নামে এই চক্রের বিরুদ্ধে আরো অনেক অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে অনুসন্ধানে নামছে আমার সোনার দেশ। এ সংক্রান্ত ধারাবাহিক অনুসন্ধানী রিপোর্ট শিগগিরই প্রকাশ করা হবে বলে জানা গেছে।


Bangladesh

আরও পড়ুন