• ঢাকা
  • শনিবার , ১৪ জুন ২০২৫ , রাত ০১:৩৭
  • ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / আইন-বিচার

বুয়েটের আবরার হত্যা মামলায় হাইকোর্টের রায় রোববার

রিপোর্টার : amarsonardesh.com
বুয়েটের আবরার হত্যা মামলায় হাইকোর্টের রায় রোববার ই-পেপার/প্রিন্ট ভিউ

আমার সোনার দেশ ডিজিটাল : বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, জেল আপিল ও আপিলের ওপর রায় ঘোষণা হতে পারে আগামীকাল রোববার। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের রোববারের কার্যতালিকায় আসামিদের আপিল রায়ের জন্য রয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি হাইকোর্ট মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন। ২০১৯ সালে বুয়েটের শেরেবাংলা হল থেকে উদ্ধার করা হয় আবরার ফাহাদের মরদেহ। এ ঘটনায় আবরারের বাবা চকবাজার থানায় হত্যা মামলা করেন। প্রায় চার বছর আগে এ মামলায় বিচারিক আদালতের দেওয়া রায়ে ২০ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আসামিরা সবাই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বুয়েট শাখার বহিষ্কৃত নেতা-কর্মী। 


Bangladesh

আরও পড়ুন