• ঢাকা
  • শনিবার , ১৪ জুন ২০২৫ , রাত ০২:১৬
  • ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / আইন-বিচার

নাইকো দুর্নীতি মামলায় খালেদাসহ ৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ

রিপোর্টার : amarsonardesh.com
নাইকো দুর্নীতি মামলায় খালেদাসহ ৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ ই-পেপার/প্রিন্ট ভিউ

আমার সোনার দেশ ডিজিটাল:

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলায় সাক্ষ্যগ্রহণ শেষে আগামি ১৩ ফেব্রুয়ারি আত্মপক্ষ শুনানির তারিখ ধার্য করেছেন আদালত। আজ বুধবার ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম আত্মপক্ষ শুনানির এ তারিখ ঠিক করেন।এর আগে আজ মামলার তদন্তকারী কর্মকর্তা, দুর্নীতি দমন কমিশনের (দুদক) তৎকালীন উপপরিচালক সাহেদুর রহমান জবানবন্দি শেষ করেন। এরপর আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা করেও শেষ করেন। পরে আদালত ১৩ ফেব্রুয়ারি আসামিদের আত্মপক্ষ শুনানির তারিখ ঠিক করেন।মামলাটি ৬৮ সাক্ষীর মধ্যে ৩৯ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।খালেদা জিয়ার আইনজীবী আব্দুল হান্নান ভূঁইয়া এসব তথ্য নিশ্চিত করেন।উল্লেখ্য, ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলা তদন্তের পর ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়। গত বছর ১৯ মার্চ একই আদালত খালেদা জিয়াসহ ৮ আসামির অব্যাহতির আদালত নাকচ করে চার্জগঠনের আদেশ দেন।অপর আসামিরা হলেন তৎকালীন মুখ্য সচিব কামাল উদ্দীন সিদ্দিকী, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, নাইকোর দক্ষিণ এশিয়াবিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের তৎকালীন ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সিএম ইউসুফ হোসাইন, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন ও সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম । এদের মধ্য প্রথম তিনজন পলাতক রয়েছেন।



Bangladesh

আরও পড়ুন