তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের স্থানীয় সময় রবিবার সকাল ৮টায় ভোট শুরু হয়ে বিকাল ৫টার দিকে
ভোট শেষ হয়েছে। চলছে ভোট গণনা। আগামী কয়েক ঘণ্টার মধ্যে ফল আসতে শুরু করবে। রান অফে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান এবং কেমাল কিলিচদারোগলু। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
গত ১৪ মে'র প্রথম দফা ভোটে এরদোয়ানের ঘাড়ে নিশ্বাস ফেলেছিলেন কিলিচদারোগলু । তবে
দুজনই
৫০ শতাংশের বেশি না পাওয়ায় দ্বিতীয় দফায়
গড়িয়েছে ভোট।
প্রথম
দফার
ভোটে
তৃতীয় স্থানে থাকা
প্রেসিডেন্ট প্রার্থী সিনান
ওগান
৫ শতাংশ ভোট পেয়েছিলেন। পরে তিনি বর্তমান এরদোয়ানকে সমর্থন করেন। এতে এরদোয়ানের জয়ের সুযোগ বেড়েছে বলে অনেকেই মনে করছেন।
এবার ভোটারের সংখ্যা ৬৪ মিলিয়ন। তুরস্কের ইতিহাসে এটিউ
প্রথম
রান
অফ।
দেশটির নির্বাচনে বুথ
ফেরত
জরিপ
প্রকাশ করা
হয় না। ভোটগ্রহণ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ফল প্রকাশ শুরু
হতে
থাকে।
এর আগে ৭৩টি দেশে থাকা ১.৯ মিলিয়ন প্রবাসী ভোটার নিজেদের ব্যালট পাঠিয়ে দিয়েছেন।