• ঢাকা
  • শনিবার , ১৪ জুন ২০২৫ , রাত ০১:৫১
  • ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / আন্তর্জাতিক

অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি, সর্বদল বৈঠকে বড় বক্তব্য রাজনাথ সিংয়ের

রিপোর্টার : amarsonardesh.com
অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি, সর্বদল বৈঠকে বড় বক্তব্য রাজনাথ সিংয়ের ই-পেপার/প্রিন্ট ভিউ

আমার সোনার দেশ ডিজিটাল:কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে সর্বদল বৈঠক অনুষ্ঠিত হল আজ। বৈঠক শেষে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু জানান, সকল দলের রাজনীতিবিরা খুব দায়িত্ববান ছিলেন। অনেক রাজনীতিবিদও নিজেদের উদ্বেগের কথা জানান এবং নিজেদের কিছু পরামর্শও তুলে ধরেন। এরই সঙ্গে কিরেন রিজিজু বলেন, বৈঠকে জানানো হয়েছে যে যেহেতু অপারেশন সিঁদুর চলমান অভিযান। 

কিরেন রিজিজু বলেন, কয়েকটি রাজনৈতিক দল নির্দিষ্ট কিছু বিষয়ে প্রশ্ন করেছিলেন। তবে প্রতিরক্ষামন্ত্রী তা নিয়ে জানান, এই অপারেশন এখনও চলছে, তাই নির্দিষ্ট বিষয়ে এখনই ব্রিফিং দেওয়া যাবে না। কিরেন রিজিজু জানান, প্রথম স্ট্রাইকের পরে পরবর্তী কর্মকাণ্ড নিয়ে এখনও ব্রিফিং দেওয়ার সময় আসেনি।

এর আগে ৬ এবং ৭ মে-র মাঝে গভীর রাতে ২৫ মিনিটের অপারেশনে তছনছ হয়ে যায় পাকিস্তানের বহু জায়গা। উল্লেখ্য, পহেলগাঁওতে পাকিস্তানের মদতে ইসলামি জঙ্গিরা ধর্ম জিজ্ঞেস করে মেরেছিল পর্যটকদের। সেই জঙ্গি হামলায় মুছে গিয়েছে অনেকের সিঁদুর। এর 'বদলা' নিতে পাকিস্তানের ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। গভীর রাতে পাকিস্তানের এই আস্তানাগুলিতে হামলা চালিয়েছে ভারত। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে, ভারতীয় সেনা যে পদক্ষেপ করেছে, তাতে পাকিস্তানি সেনা বা অসামরিক কোনও প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়নি।



Bangladesh

আরও পড়ুন