আমার সোনার দেশ ডিজিটাল:বাংলাদেশি পণ্যে শুল্ক বাড়িয়ে ৩৭ শতাংশ করেছে যুক্তরাষ্ট্র। পাল্টা শুল্ক নীতির অংশ হিসেবে বাংলাদেশি পণ্যে এই আমদানি কর আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে, ঢাকার পণ্যে ওয়াশিংটনের আরোপিত শুল্ক ছিল গড়ে ১৫ শতাংশ। এ বিষয়ে একটি তালিকা প্রকাশ করেছে হোয়াইট হাউজ।
যুক্তরাষ্ট্রের দাবি, মার্কিন পণ্যে বাংলাদেশের আরোপিত শুল্ক ছিল ৭৪ শতাংশ। অর্থনীতিবিদদের শঙ্কা, এতে বাংলাদেশের পোশাক খাতে বড় ধরনের প্রভাব পড়বে। এছাড়া, ভারতের পণ্যে যুক্তরাষ্ট্রের চাপানো শুল্ক ২৬ শতাংশ। আর পাকিস্তানকে গুনতে হবে ২৯ শতাংশ। চীনা পণ্যে ৩৪ ভাগ শুল্ক বসিয়েছেন ট্রাম্প। ইউরোপিয়ান ইউনিয়নকে গুনতে হবে ২০ শতাংশ। এদিকে ১০ শতাংশ শুল্ক দেওয়া হয়েছে যুক্তরাজ্যের পণ্যে। ট্রাম্প এই শুল্ক আরোপের নাম দিয়েছেন লিবারেশন ডে ট্যারিফ। তালিকাভুক্ত দেশগুলো মার্কিন পণ্যে অন্যায্য শুল্ক আরোপ করেছিল বলে জানান তিনি।