• ঢাকা
  • শনিবার , ১৪ জুন ২০২৫ , রাত ০১:৪১
  • ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধ বন্ধে ৯০মিনিটের ফোনালাপে একমত ট্রাম্প-পুতিন

রিপোর্টার : amarsonardesh.com
ইউক্রেন যুদ্ধ বন্ধে ৯০মিনিটের ফোনালাপে একমত ট্রাম্প-পুতিন ই-পেপার/প্রিন্ট ভিউ

আমার সোনার দেশ ডিজিটাল : ইউক্রেন যুদ্ধ বন্ধে মধ্যপ্রাচ্যে নতুন করে আলোচনা শুরু করতে একমত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার দুই নেতার ৯০ মিনিটের দীর্ঘ ফোনালাপে যুদ্ধ বিরতির বিষয়েই সিংহভাগ আলোচনা হয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। ফোনালাপের পর হোয়াইট হাউজ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, জ্বালানি ও অবকাঠামোতে যুদ্ধবিরতির মাধ্যমে শান্তি প্রক্রিয়া শুরুতে দুই নেতাই একমত হয়েছেন। খুব শিগগিরই শান্তি প্রক্রিয়া শুরু করতে মধ্যপ্রাচ্যে আলোচনা শুরু হবে বলে জানানো হয়েছে বিবৃতিতে। 

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, দীর্ঘমেয়াদি শান্তি প্রক্রিয়ার মাধ্যমে সংঘাত বন্ধে দুই নেতা একমত হয়েছেন। এছাড়াও মধ্যপ্রাচ্যে কৌশলগত অস্ত্রের ব্যবহার বন্ধের বিষয়েও তারা একমত হয়েছেন। এছাড়াও ইরানের বিষয়েও তাদের মধ্যে কথা হয়েছে। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিয়াভিট এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, ট্রাম্প ও পুতিন ইউক্রেনে যুদ্ধ বিরতির প্রয়োজনীয়তা ও শান্তি প্রক্রিয়া নিয়ে কথা বলেছেন।  



Bangladesh

আরও পড়ুন