• ঢাকা
  • রবিবার , ১৫ জুন ২০২৫ , সন্ধ্যা ০৬:১০
  • ১ আষাঢ়, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / আন্তর্জাতিক

শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প

রিপোর্টার : amarsonardesh.com
শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প ই-পেপার/প্রিন্ট ভিউ

আমার সোনার দেশ ডিজিটাল : যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার বাংলাদেশ সময় রাত ১১টার দিকে শপথ নেন তিনি। গত বছরে নভেম্বরের নির্বাচনে জয় পান রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে তিনি দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন। এই শপথ অনুষ্ঠানে সদ্য বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনও উপস্থিত ছিলেন। ছাড়া সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ বুশ বিল ক্লিনটনও শপথ অনুষ্ঠানে যোগ দেন। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, নতুন প্রেসিডেন্টের শপথ ২০ জানুয়ারি দুপুর ১২টায় (গ্রিনেচ মান সময় ১৭.০০ বা বাংলাদেশ সময় সোমবার রাত ১১টা) শুরু হয়। গত কয়েক বছরে ক্যাপিটল হিলের পশ্চিম লনে শপথ গ্রহণ অনুষ্ঠান হলেও, এবার সেটি হয়েছে ক্যাপিটল রোটুন্ডায়। বিরূপ আবহাওয়ার কারণে অনুষ্ঠানটি ইনডোরে সরিয়ে নেওয়া হয়।

ক্যাপিটল হিল যেন চাঁদের হাট : ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, জো বাইডেন। সেইসঙ্গে রয়েছেন বিশ্বের সবচেয়ে ধনী ইলন মাস্ক, জেফ বেজোসসহ আরও অনেকে।

একই গাড়িতে শপথ অনুষ্ঠানে পৌছেছেন বাইডেন ট্রাম্প : এর আগে একই গাড়িতে চড়ে হোয়াইট হাউস থেকে মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে পৌঁছেছেন ডোনাল্ড ট্রাম্প জো বাইডেন। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশ সময় রাত এগারোটায় সেখানে শপথ নেবেন ট্রাম্প।  দুই প্রেসিডেন্টের আলাদা যাওয়ার কথা থাকলেও তারা একসঙ্গে একই গাড়িতে ক্যাপিটল হিলে পৌঁছেছেন। এর আগে সৌজন্যমূলক হোয়াইট হাউস পরিদর্শনে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তখন সেখানে তাকে স্বাগত জানিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। ট্রাম্প গাড়ি থেকে নামার সময় বাইডেন বলেন, বাড়িতে স্বাগতম! সময় বাইডেন ট্রাম্প এবং তাদের স্ত্রী জিল বাইডেন মেলানিয়া ট্রাম্প একসঙ্গে হেঁটেছেন। সেইসঙ্গে ছবিও তুলেছেন।  ট্রাম্পকে শপথবাক্য পাঠ করাবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস। নিয়ে দ্বিতীয়বার তিনি ট্রাম্পকে শপথ পড়াবেন। অনুষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও শপথ নেবেন।


Bangladesh

আরও পড়ুন