• ঢাকা
  • রবিবার , ১৫ জুন ২০২৫ , সন্ধ্যা ০৬:৩৩
  • ১ আষাঢ়, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / আন্তর্জাতিক

কিছুক্ষণের মধ্যে ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ট্রাম্প, শপথের ক্ষণগণনায় অপেক্ষারত হোয়াইট হাউসে ট্রাম্প

রিপোর্টার : amarsonardesh.com
কিছুক্ষণের মধ্যে ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ট্রাম্প, শপথের ক্ষণগণনায় অপেক্ষারত হোয়াইট হাউসে ট্রাম্প ই-পেপার/প্রিন্ট ভিউ

  • আমার সোনার দেশ ডিজিটাল :কিছুক্ষণের মধ্যে ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে শুরু হয়ে গেছে শপথের আনুষ্ঠানিকতা। ফার্স্টলেডি হতে যাওয়া মেলানিয়া ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে গেছেন তিনি। সেখানে তাঁকে স্বাগত জানান জো বাইডেন তাঁর স্ত্রী জিল বাইডেন। এর আগে, স্থানীয় সময় সকালে ওয়াশিংটনের সেইন্ট জনস চার্চে প্রার্থনায় যোগ দেন ট্রাম্প। সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী মেলানিয়া পরিবারের অন্য সদস্যরা। উপস্থিত ছিলেন নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তাঁর পরিবার। এদিকে, তীব্র শীত উপেক্ষা করেই শপথ অনুষ্ঠান উপলক্ষ্যে ক্যাপিটল হিলের সামনে উপস্থিত হয়েছেন ট্রাম্পের হাজারো সমর্থক। শপথ অনুষ্ঠানের জন্য ক্যাপিটল হিল এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা। দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই অন্তত ১০০ নির্বাহী আদেশে স্বাক্ষর করার কথা জানিয়েছেন ট্রাম্প। এর মধ্যে অবৈধ অভিবাসীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, পরিবেশগত বিধিমালা কমিয়ে দেওয়া, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানো, সেনাবাহিনী থেকে ন্যায্যতা অন্তর্ভুক্তিমূলক নীতি বাদ দেওয়া অন্যতম। ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শপথকে কেন্দ্র করে ক্যাপিটল হিলে থাকছে দিনব্যাপী নানা আয়োজন। থাকছেন সাবেক প্রেসিডেন্ট, ফেডারেল কর্মকর্তাসহ ট্রাম্প ভক্তরাও। অনুষ্ঠানে পারফর্ম করবেন তারকা শিল্পীরা। ক্যাপিটল হিলে শুরু হয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হবে হোয়াইট হাউসে। নিয়ম অনুযায়ী, শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্ষমতার মসনদে বসেন নতুন প্রেসিডেন্ট। আর হোয়াইট হাউস ছাড়েন বিদায়ী প্রেসিডেন্ট। ট্রাম্প আনুষ্ঠানিকভাবে পাবেন ৪৭তম প্রেসিডেন্টের দায়িত্ব। ক্যাপিটল হিলে স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় শুরু হবে অভিষেক অনুষ্ঠান। ৪০ বছরে এবারই প্রথম ক্যাপিটল হিলের ভেতরে করা হচ্ছে আয়োজন। মহা-আয়োজনের শুরুতেই থাকছে সঙ্গীতানুষ্ঠান উদ্বোধনী বক্তব্য। এরপরই ট্রাম্প পাঠ করবেন বহুল প্রতীক্ষিত শপথ বাক্য। এসময় আগামী বছরের লক্ষ্য নির্ধারণ করবেন ট্রাম্প। পরে ট্রাম্প যাবেন সিনেট চেম্বারের প্রেসিডেন্ট কক্ষে, স্বাক্ষর করবেন গুরুত্বপূর্ণ নথি। এরপরই রিপাবলিকান প্রেসিডেন্ট যোগ দেবেন কংগ্রেস আয়োজিত মধ্যাহ্নভোজে। ক্যাপিটল হিল থেকে হোয়াইট হাউস পর্যন্ত হবে কুচকাওয়াজ। বারের প্রেসিডেন্ট অংশ নেবেন ৩টি সমাবেশেও। অনুষ্ঠান প্রাণবন্ত করবেন সঙ্গীত শিল্পী ক্যারি আন্ডারউড। গাইবেন আমেরিকা দ্য বিউটিফুল। মঞ্চ মাতাবেন লি গ্রিনউডও। ছাড়া, থাকছেন বিলি রে সাইরাস, জেসন আলডিন, গ্যাভিন ডিগ্রো, কিড রক ডিস্কো গ্রুপ দ্য ভিলেজ পিপল। ট্রাম্পের পর সবচেয়ে গুরুত্বের দাবিদার বিদায়ী প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট। অতিথি হিসেবে আসছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ বুশ ফার্স্ট লেডি লরা বুশ। তবে থাকছেন না ওবামাপত্নী। ছাড়া যোগ দেবে ফেডারেল কর্মকর্তা ট্রাম্প ভক্তরা। একই অনুষ্ঠানে শপথ নেবেন ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট জে.ডি ভ্যান্সও। বুঝে পাবেন নিজের দায়িত্ব।


Bangladesh

আরও পড়ুন