• ঢাকা
  • মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি ২০২৫ , রাত ১২:৫০
  • ২৮ মাঘ, ১৪৩১
ব্রেকিং নিউজ
হোম / অর্থনীতি

বোরো মৌসুমের আগেই চালের দাম পুরোপুরি স্বাভাবিক হবে, আশা বাণিজ্য উপদেষ্টার

রিপোর্টার : amarsonardesh.com
বোরো মৌসুমের আগেই চালের দাম পুরোপুরি স্বাভাবিক হবে, আশা বাণিজ্য উপদেষ্টার ই-পেপার/প্রিন্ট ভিউ

আমার সোনার দেশ ডিজিটাল :  ভারত, পাকিস্তান মিয়ানমারের চাল এলেই মজুতদাররা বাজার ছাড়তে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি আশা করছেন, এতে বোরো মৌসুমের আগেই চালের দাম পুরোপুরি স্বাভাবিক হবে। উপদেষ্টা জানিয়েছেন, টিসিবির ফ্যামিলি কার্ড বৃদ্ধির ব্যাপারেও চিন্তা করছে সরকার। এছাড়া রমজানে পণ্যের সরবরাহ ঠিক রাখতে এরইমধ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। গত ২৬ ডিসেম্বর ভারত থেকে সাড়ে ২৪ হাজার টন চাল আসে চট্টগ্রাম বন্দরে। দু-একদিনের মধ্যে আরও ২৭ হাজার টন আসার কথা রয়েছে। তবে এতে চালের দামে লাগাম টানা যায়নি। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমর বোলাতের সঙ্গে বৈঠকের পর, বাণিজ্য উপদেষ্টার ব্রিফিংয়ে চাল নিয়ে প্রশ্ন করেন গণমাধ্যম কর্মীরা। উপদেষ্টা জানান, আমদানির সব চাল এলে অবৈধ মজুতদারি থাকবে না। উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, আমদানিকে আরও বেশি উদার করেছি। যেটা বললাম আমরা ৬৩ শতাংশকে শতাংশে নামিয়ে এনেছি। আমনের ভরা মৌসুম সময় চলছে, এপ্রিল নাগাদ আমাদের বোরো ধান আসবে। আমরা আশা করি এখন থেকে এপ্রিল, আগামী মাস বাজারে যে একটি সাময়িক অবস্থা তৈরি হয়েছে আশা করি এটা ঠিক হয়ে যাবে।এছাড়া টিসিবির ফ্যামিলি কার্ডের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের। শেখ বশিরউদ্দীন বলেন, ‘ডুপ্লিকেশনের মাধ্যমে ৩৭ লাখ কার্ড কমেছে। আমরা আরও ৩৭ লাখ বাড়াতে চাই। আমরা স্বচ্ছতা আনার ফলে, আমাদের ক্রয়েও স্বচ্ছতা এবং বিপণনেও স্বচ্ছতার মাধ্যমে যেটা কোটিতে বৃদ্ধি করা সম্ভব সেটাও করব।বাণিজ্য উপদেষ্টা জানান, উৎপাদন সেবা খাতে বিনিয়োগে প্রস্তাব করেছে তুরস্ক। এছাড়া নবায়নযোগ্য জ্বালানি, মেশিনারিজ, অবকাঠামো খাত নিয়েও আগ্রহী দেশটি।


Bangladesh

আরও পড়ুন