ডেস্ক রিপোর্ট আমার সোনার দেশ:
স্বাধীনতার পর থেকে বাংলাদেশের কৃষি উৎপাদন বেড়েছে কয়েকগুণ, তবে এখনও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা সম্ভব হয়নি। দেশের বাজারে নিত্যপণ্যের অস্বাভাবিক দামের কারণে মধ্য ও নিম্নবিত্ত জনগণের মধ্যে চরম বঞ্চনা চলছে। বিশেষজ্ঞরা বলছেন, একদিকে কৃষিতে আধুনিক প্রযুক্তি সঠিকভাবে ব্যবহার করা হয়নি, অন্যদিকে বাজার সিন্ডিকেটের কব্জায় চলে গেছে।বিশ্লেষকরা বলছেন, দেশে পণ্যের দাম একবার বাড়লে তা কখনোই কমে না, যার কারণে সাধারণ মানুষ সর্বদা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকারি পরিসংখ্যানের তুলনায় বাস্তবে মূল্যস্ফীতির হার অনেক বেশি।স্বাধীনতার পর থেকে ধান উৎপাদন বেড়েছে সাড়ে তিনগুণ, গম উৎপাদন বেড়েছে ১০ গুণ এবং সবজি ও মাছের উৎপাদন বেড়েছে ৪ থেকে ৭ গুণ। তবুও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা কেন অর্জন করা যাচ্ছে না, এ বিষয়ে সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান বলেন, “বাংলাদেশ এখনও কৃষি উৎপাদনশীলতায় পিছিয়ে, আমাদের সমসাময়িক দেশগুলো অনেক এগিয়ে গেছে।”বিআইআইএসএসের গবেষণা পরিচালক ড. মাহফুজ কবির বলেন, “আমাদের বাজার ব্যবস্থা পুরোপুরি সিন্ডিকেটভিত্তিক এবং তাদের প্রভাব ব্যাপক। কৃষকরা ন্যায্যমূল্য পাচ্ছেন না, তাদের ঋণের বোঝায় দম বন্ধ হয়ে যাচ্ছে। অন্যদিকে খাদ্যপণ্যের ব্যবসায়ীরা হাজার হাজার কোটি টাকা উপার্জন করছেন এবং অর্থ পাচারের মধ্যে জড়িত।”বিশ্লেষকরা বলছেন, পণ্যের উৎপাদন বাড়াতে বিনিয়োগ বাড়ানো প্রয়োজন এবং বাজারে কারসাজি রোধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এদিকে, মূল্যস্ফীতি কমাতে বাণিজ্য মন্ত্রণালয়কে সমন্বিত উদ্যোগ গ্রহণের পরামর্শ দিয়েছেন তারা
।