আমার সোনার দেশ ডিজিটাল:শতভাগ রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের নতুন সদস্য হিসেবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব শেখ ফরিদ এবং পেশাদার হিসাববিদ মোঃ মতিউর রহমান, এফসিএ, এফসিএমএ পরিচালনা পর্ষদের ৬৭৮তম সভায় উপস্থিতির মধ্য দিয়ে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) যোগদান করেন। সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হেলাল আহমেদ চৌধুরী পর্ষদের পক্ষ থেকে তাঁদের ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় অন্যান্যদের মর্ধ্যে পরিচালক মোঃ এম. লতিফ ভূঞা ও মোঃ রফিকুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ কামরুজ্জামান খান, উপব্যবস্থাপনা পরিচালক আবু মোঃ মোফাজ্জেল ও মোঃ রফিকুল ইসলাম, মহাব্যবস্থাপক ও কোম্পানী সচিব মোঃ হাসান ইমাম উপস্থিত ছিলেন। সম্প্রতি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে উল্লেখিত এই দুইজনকে পরিচালক হিসেবে বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদে তিন বছর মেয়াদে নিয়োগ প্রদান করা হয়।