স্টাফ রিপোর্টার, বগুড়া
মঙ্গলবার (১৩ জুন) দুপচাঁচিয়া উপজেলায় সিসিএসডিপি, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বাস্তবায়নে দিনব্যাপি অবহিতকরণ কর্মশালা উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় পরিকল্পিত পরিবার গঠন, দীর্ঘ মেয়াদী প্রতিস্থাপিত জন্ম নিয়ন্ত্রণ এবং স্থায়ী পদ্ধতি গ্রহিতার হার বৃদ্ধির লক্ষে গ্রহিতা মেলা সফল করতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শামছুন্নাহার, পরিবার কল্যাণ পরিদর্শিকা নাসিমা খাতুন, পরিবার পরিকল্পনা পরিদর্শক আব্দুল ওহাব, পরিবার কল্যাণ সহকারী আফরোজা বেগম প্রমুখ। সমগ্র সভাটি পরিচালনা করেন, ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকারিয়া হোসেন। উল্লেখ্য আগামী ১৮ জুন রোববার থেকে ৩দিন ব্যাপি উপজেলা মা ও শিশু কেন্দ্রে এই গ্রহীতা মেলা অনুষ্ঠিত হবে।