স্টাফ রিপোর্টার, বগুড়া
রোববার রাতে দুপচাঁচিয়া উপজেলায় পৃথক দুই শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। পুলিশ অভিযুক্ত দুই জনকে গ্রেফতার করেছে। থানা সূত্রে জানা গেছে, উপজেলার গুনাহার ইউনিয়নের উনাহত সিংড়া গ্রামের মৃত তয়েজ উদ্দীন প্রামানিকের পুত্র তছলিম উদ্দীন মন্ডল স্থানীয় উনাহত সিংড়া বাজারে মুদি দোকান ব্যবসায়ী। ওই দোকানে শিশু (৪) বিভিন্ন সময় আইসক্রিম সহ বিস্কুট চানাচুর কিনতে যায়। ঘটনার দিন গত শুক্রবার বিকালে শিশুটি ওই দোকানে আইসক্রিম কিনতে গেলে দোকানদার তছলিম উদ্দীন শিশুটিকে প্রলোভন দিয়ে দোকানের ভিতরে নিয়ে যায়। সুকৌশলে দোকান বন্ধ করে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি কান্নাকাটি শুরু করলে তাকে আইসক্রিম ও চকলেট দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয় এবং বিষয়টি কাউকে না জানানোর জন্য বলে। শিশুটি ঘটনাটি তার মাকে জানায়
এবং স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে শিশুটির বাবা বাদী হয়ে রোববার রাতে তছলিম উদ্দীন মন্ডলের বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে।
অপর একটি
ঘটনায় দুপচাঁচিয়া উপজেলা সদরের মাঝিপাড়ায় ঘটনার দিন গত রোববার বিকালে শিশু (৭) আম কুড়াতে যায়। মাঝিপাড়ার মৃত ফয়েন উদ্দীন প্রাং এর ছেলে রাজুন প্রামানিক (৪৮) শিশুটিকে প্রলোভন দিয়ে তার বাড়িতে নিয়ে যায় এবং নিজ শয়ন কক্ষে শিশুটিকে আটক রেখে বিভিন্ন ভাবে যৌন নিপিড়নসহ ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি চিৎকার
করলে তাকে ছেড়ে দেয়। শিশুটি বাড়িতে গিয়ে বিষয়টি তার মাকে জানালে বাবা বাদী হয়ে গত রোববার রাতে রাজুন প্রামানিকের বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে। পুলিশ মামলা গ্রহণ করেই এজাহারভুক্ত দুই মামলার দুই আসামী তছলিম উদ্দীন মন্ডল (৬০) ও রাজুন প্রামানিককে (৪০) গ্রেফতার করে। পুলিশ গ্রেফতারকৃত দুই আসামিকে সোমবার (২৯
মে) বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে।