• ঢাকা
  • রবিবার , ২৭ এপ্রিল ২০২৫ , রাত ১১:০৮
  • ১৪ বৈশাখ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / শেরপুর উপজেলা

বগুড়ায় বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু

রিপোর্টার : amarsonardesh.com
বগুড়ায় বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু ই-পেপার/প্রিন্ট ভিউ

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়া জেলার শেরপুর উপজেলায় বজ্রপাতে ফাতেমা বেগম নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (২১ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার খামারকান্দি ইউনিয়নের খোকসাগাড়ি বিল এলাকায় এ ঘটনা ঘটেছে। জানাগেছে ফাতেমা বেগম ওই ইউনিয়নের মাগুড়াইর গ্রামের বাবু ওরফে রনি মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুই মাস আগে ওই গৃহবধূর বিয়ে হয়। দুপুরের পর হঠাৎ বৃষ্টি শুরু হলে গৃহবধূ খোকসাগাড়ি বিলের মধ্যে হাঁস আনতে যান। হাঁস নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।

নিহত ফাতেমা বেগমের বাড়ি দিনাজপুর সদর উপজেলায়। দুই মাস আগে মাগুরাতাইর গ্রামের বাবু ওরফে রনির সঙ্গে বিয়ে হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


Bangladesh

আরও পড়ুন