• ঢাকা
  • রবিবার , ২২ জুন ২০২৫ , সকাল ১১:৩৯
  • ৮ আষাঢ়, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / কলকাতা প্রতিদিন

পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে রাস্তায় বিধায়ক পরশরাম দাম

রিপোর্টার : amarsonardesh.com
পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে রাস্তায় বিধায়ক পরশরাম দাম ই-পেপার/প্রিন্ট ভিউ

মনোয়ার ইমাম,কলকাতা

এবার সাধারণ মানুষের পথ নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে নেমেছে পশ্চিম বাংলার বিধান সভার সদস্য ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সুন্দর বন জেলা কমিটির শ্রমিক নেতা শ্রী পরশরাম দাম। এদিন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর জেলা পুলিশের অধীনে ক্যানিং এর এস ডি ও সাথে মিলিত হয়। এবং জনস্বার্থে সাধারণ মানুষের পথ নিরপত্তা ও যানবাহন চলাচল ট্রাফিক মেনে হচ্ছে কি না তার সুনিশ্চিত করতে রাস্তায় নেমেছেন এই জনপ্রতিনিধি।  শ্রী পরশরাম দাম পশ্চিম বাংলার ক্যানিং পূর্বে র বিধায়ক ও শ্রমিক নেতা হিসেবে পরিচিত।

 ক্যানিং থানার আই সি ও বারুইপুর জেলা পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে পথ নিরাপত্তা নিশ্চিত করতে রাস্তায় নামেন। সেই সঙ্গে সাধারণ মানুষদের সঙ্গে নিয়ে বিশাল মিছিল বের করেন। তিনি বলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর জেলা পুলিশের অধীনে ক্যানিং এলাকা খুবই গুরুত্বপূর্ণ এলাকা।

এই এলাকা থেকে প্রতিদিন কয়েক লাখ মানুষ কলকাতা ও কলকাতার শহরতলী উদ্দেশ্য রওনা হয়। প্রতিদিন রাস্তা জ্যাম হয়ে পড়ে এবং ফুটপাত দখল করে রাখে হকারদের দল। রাস্তা দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে মাঝে মধ্যে।এর থেকে সাধারণ মানুষের সুরাহা দিতে তিনি এগিয়ে এসেছেন। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে জন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করার পাশাপাশি সাধারণ মানুষের অধিকার এবং গরীব মানুষের পাশে দাঁড়াতে ও ক্যানিং শহর কে যানজট মুক্ত করতে বদ্ধপরিকর হয়েছেন বিধায়ক শ্রী পরশরাম দাম।।


Bangladesh

আরও পড়ুন