পশ্চিম বঙ্গের বৃহত্তম ব্যাবসার কেন্দ্র স্থল কলকাতার বড়বাজার। বুধবার (৩০ এপ্রিল ) ভোরে কলকাতার বড়বাজারে ভয়াবহ আগুন লাগে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়েছে ১৪ জনের।আহত হয়েছে শতাধিক। এবং অগ্নিসংযোগের কারনে বহু দোকান ও বাড়িঘর জ্বলেপুড়ে,ছাই হয়ে গেছে।
কোটি কোটি টাকার মূলধনসহ মালপত্র পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে ছুটে যান কলকাতার মেয়র ফিরহাদ ববি হাকিম ও মন্ত্রী অরূপ বিশ্বাস এবং কলকাতার পুলিশ কমিশনার শ্রী মনোজ কুমার বর্মা আই পি এস। সেই সঙ্গে আগুন নেভানোর জন্য বহু দমকল ছুটে যায়। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ বাহিনী। এই ঘটনার পর ক্ষতিগ্রস্ত প্রত্যেকের জন্য জন্য দুই লাখ টাকা ও আহত ব্যক্তিদের জন্য পঞ্চাশ হাজার টাকা প্রদানের ঘোষনা করেন পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
এই হতাহতের ঘটনায় শোকাহতদের সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দও শোকাহতদের সমবেদনা জানিয়েছেন।