• ঢাকা
  • শনিবার , ১৪ জুন ২০২৫ , রাত ০১:১৩
  • ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / ঢাকা

বালু উত্তোলন নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত ২

রিপোর্টার : amarsonardesh.com
বালু উত্তোলন নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত ২ ই-পেপার/প্রিন্ট ভিউ

আমার সোনার দেশ ডিজিটাল :  মুন্সিগঞ্জ সংলগ্ন চাঁদপুরের মোহনপুর এলাকায় মেঘনা নদীতে বালু উত্তোলন নিয়ে দ্বন্দ্বে দুই গ্রুপের সংঘর্ষ গুলিবিনিময়ের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত হয়েছেন। ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। নিহতরা হলেনচাঁদপুর মতলব থানার দশানি গ্রামের রিফাত (২৯) মতলব ভাষানচর গ্রামের রাসেল (৩০) গুলিবিদ্ধ আহত আইয়ুব আলীকে উন্নত চিকিৎসার জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেঘনা নদীতে ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেঘনা নদীতে বালু উত্তোলন নিয়ে দ্বন্দ্বের জের ধরে ঘটনা ঘটে থাকতে পারে। গুলিবিদ্ধ আহতদের মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।মুন্সিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বিল্লল হোসেন বলেন, ঘটনাটি চাঁদপুরে ঘটেছে। আমরা সংবাদ পেয়ে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে এসে দুজনের মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। আরেকজন গুলিবিদ্ধকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়ে পরে বিস্তারিত জানানো যাবে।

 


Bangladesh

আরও পড়ুন