এদিকে
বিয়ের দাওয়াতে আওয়ামী লীগের সাবেক দুই এমপি থাকার গুঞ্জনে কমিউনিটি সেন্টার ঘেরাও করে বিক্ষোভ অব্যাহুত রেখেছে বৈষম্যবিরোধী ছাত্রজনতা।
শনিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টাইগারপাস সংলগ্ন আমবাগানে নেভি কনভেনশন হলে এ ঘটনা ঘটে। তবে রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বিয়ের অনুষ্ঠানে ফখরুল আনোয়ারের ভাতিজি সাবেক এমপি (চট্টগ্রাম-২) খাদিজাতুল আনোয়ার সনি ও বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও সাবেক এমপি সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী উপস্থিত ছিলেন। এই খবর ছড়িয়ে পড়লে কমিনিটি সেন্টারটি ঘেরাও করে ছাত্রজনতা। এসময় তারা নানা স্বৈরাচারবিরোধী নানা স্লোগান দিতে থাকে। ভোররাত
পর্যন্ত চলা বিক্ষোভে আইনশৃংখলা বাহিনীর সঙ্গে ছাত্রজনতার থেমে থেমে উত্তেজনা
সৃষ্টি হয়।