• ঢাকা
  • শনিবার , ১৪ জুন ২০২৫ , রাত ০২:২১
  • ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / চট্টগ্রাম

বিয়ের অনুষ্ঠান থেকে আ’লীগ নেতা ফখরুল আটক, সাবেক দুই এমপি থাকার গুঞ্জনে রাতভর বিক্ষোভ

রিপোর্টার : amarsonardesh.com
বিয়ের অনুষ্ঠান থেকে আ’লীগ নেতা ফখরুল আটক, সাবেক দুই এমপি থাকার গুঞ্জনে রাতভর বিক্ষোভ ই-পেপার/প্রিন্ট ভিউ

  • আমার সোনার দেশ ডিজিটাল :  চট্টগ্রাম নগরীর টাইগার পাস এলাকার একটি কমিউনিটি সেন্টারে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে উত্তর জেলা  আওয়ামী লীগের সাবেক শিল্প-বাণিজ্য বিষয়ক সম্পাদক ফখরুল আনোয়ারকে আটক করা হয়েছে। শনিবার ( ফেব্রুয়ারি) রাতে তাকে আটক করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ। তবে বিয়ের দাওয়াতে আওয়ামী লীগের সাবেক দুই এমপি থাকার গুঞ্জনে নেভি কনভেনশন সেন্টার ঘেরাও করে রাতভর বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্রজনতা।
  • সূত্রের খবর, শনিবার রাত ১টার দিকে তিনি বলেন, রাতে একটি বিয়ের অনুষ্ঠান থেকে আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ারকে আটক করা হয়েছে। তাকে খুলশী থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে কয়টি মামলা রয়েছে তা যাচাই-বাছাই করা হচ্ছে। এখানে আর কেউ আছে কি না তা খোঁজা হচ্ছে। বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। জানা গেছে, চট্টগ্রামের উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প-বাণিজ্য বিষয়ক সম্পাদক ফখরুল আনোয়ারের ছেলের সঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র এম মনজুর আলমের ছেলের ঘরের নাতনির সঙ্গে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয় চট্টগ্রাম নগরীর  টাইগারপাস এলাকার নেভি কনভেনশন হলে। রাত ৯টার দিকে কিছু যুবক কনভেনশন সেন্টারের বাইরে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে তারা ফখরুল আনোয়ারকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে পুলিশ গিয়ে ফখরুল আনোয়ারকে আটক করে।

এদিকে বিয়ের দাওয়াতে আওয়ামী লীগের সাবেক দুই এমপি থাকার গুঞ্জনে কমিউনিটি সেন্টার ঘেরাও করে বিক্ষোভ অব্যাহুত রেখেছে বৈষম্যবিরোধী ছাত্রজনতা। শনিবার ( ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টাইগারপাস সংলগ্ন আমবাগানে নেভি কনভেনশন হলে ঘটনা ঘটে। তবে রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বিয়ের অনুষ্ঠানে ফখরুল আনোয়ারের ভাতিজি সাবেক এমপি (চট্টগ্রাম-) খাদিজাতুল আনোয়ার সনি বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সাবেক এমপি সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী উপস্থিত ছিলেন। এই  খবর ছড়িয়ে পড়লে কমিনিটি সেন্টারটি ঘেরাও করে ছাত্রজনতা। এসময় তারা নানা স্বৈরাচারবিরোধী নানা স্লোগান দিতে থাকে। ভোররাত পর্যন্ত চলা বিক্ষোভে আইনশৃংখলা বাহিনীর সঙ্গে ছাত্রজনতার থেমে থেমে উত্তেজনা সৃষ্টি হয়।


Bangladesh

আরও পড়ুন