স্টাফ
রিপোর্টার, বগুড়া
বিএনপি বগুড়া সদর থানা শাখার আয়োজনে আগামী ১লা সেপ্টম্বর বিএনপির ৪৫মত প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে নবাববাড়ি রোড দলীয় কার্যালয়ে বিএনপি বগুড়া সদর থানা শাখার আয়োজনে আগামী ১লা সেপ্টম্বর বিএনপির ৪৫মত প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিএনপি বগুড়া সদর থানার সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেলের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি বগুড়া সদর থানার সাধারণ সম্পাদক এ্যাড. জহুরুল আলম, সাংগঠনিক আবু সালে নয়ন, ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, সামছুল আলম মন্ডল, নাজমা আক্তার, ফেরদৌস আলম পিলু, শহীদুল ইসলাম সরকার, মাফতুন আহম্মেদ, শফিকুল ইসলাম মাস্টার, জামিউল ইসলাম রুবেল, আব্দুর রশিদ বজলু, আবু বক্কর সিদ্দিক মাস্টার, হাসান জাহিদ হেলাল, আল আমিন পেস্তা, কামাল হোসেন, আজমল হোসেন সজল, অতুল চন্দ্র দাস সহ প্রমুখ। বক্তারা বলেন, আগামী পহেলা সেপ্টেম্বর বিএনপি ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার আহŸান জানান ও সেই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য বন্ধ করার যে চেষ্টা করছে সরকার তার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে।