স্টাফ
রিপোর্টার, বগুড়া
জেলা বিএনপির সভাপতি বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা বলেছেন এই অবৈধ সরকার তারেক রহমানের বিরুদ্ধে ফরমায়েশি রায় জনগণ মানে না। নিশি রাতের সরকার ভোটার বিহীন অবৈধ সরকারের রায় জিয়া পরিবারের বিরুদ্ধে নীল নকশার ষড়যন্ত্র করছে। তিনি বুধবার (২ আগস্ট) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী ডাঃ জোবাইদা রহমানকে মিথ্যা মামলায় সাজা দেয়ার প্রতিবাদে তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বগুড়া জেলা বিএনপি। তারা সাজা বাতিলের জোর দাবী জানান। রায় ঘোষনাকে কেন্দ্র করে বুধবার সকাল থেকে দলীয় কার্যালয়ে অবস্থান নেন বিএনপি নেতাকর্মীরা। তারা শহরের নবাববাড়ী রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে খন্ড খন্ড প্রতিবাদ মিছিল করেন। রায় ঘোষনার পর জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বে দলের নেতাকর্মীরা দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি সার্কিট হাউজ মোড়ে পুলিশ তারকাটার বেরিকেট দিয়ে আটকে দেয়। এরপর মিছিলটি পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশের সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, আদালত মিথ্যা মামলায় ফরমায়েশি রায় দিয়েছে। হাসিনার এ রায় জনগন মানে না। অবিলম্বে এ রায় বাতিল করতে হবে। নইলে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে। সমাবেশে আরো বক্তব্য দেন চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, সাবেক জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলাম , বিএনপি নেতা জয়নাল আবেদীন চাঁন, লাভলী রহমান, সহিদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, জাহিদুল ইসলাম হেলাল, হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল, একেএম তৌহিদুল আলম মামুন, এমআর ইসলাম স্বাধীন, মনিরুজ্জামান মনি, নাজমা আক্তার, যুবদলের খাদেমুল ইসলাম ও জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক দলের রাকিবুল ইসলাম শুভ ও আবু হাসান, ছাত্রদলের সাইদুল ইসলাম ও নূরে আলম সিদ্দিকী রিগ্যান, যুবদলের আহসান হাবিব মমি, আদিল শাহরিয়ার গোর্কি ও হারুনুর রশিদ সুজন প্র্রমুখ। এদিকে রায় ঘোষনা কেন্দ্র করে সকাল থেকে বগুড়া শহরের বিভিন্ন পয়েন্টে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। এসময় এপিসি কার সহ ব্যাপক প্রস্তুতি নেয় পুলিশ। তবে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।