প্রেস
বিজ্ঞপ্তি
ঈদুল
আজহা উপলক্ষে এক মাসের বেতন
সমপরিমান টাকা বোনাস স্ব-বেতনে ৫ দিন উৎসব
ছুটি প্রদান, হোটেল সেক্টরে শ্রম আইন বাস্তবায়নসহ ৭ দফা দাবীতে
বগুড়া জেলা হোটেল ও রেস্তোঁরা শ্রমিক
ইউনিয়নের (রেজিঃ নং-রাজ ১৭৮২,
জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ অন্তভূক্ত) এর পক্ষ থেকে মানববন্ধন
করা হয়েছে। সোমবার (২৬ জুন) দুপুরে শহরের সাতমাথায় এই মানববন্ধন করা
হয়।
জেলা হোটেল ও রেস্তোঁরা শ্রমিক
ইউনিয়নের সভাপতি জহুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক
আল আমিন এর পরিচালনায় বক্তব্য
জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ এর জেলা সভাপতি
সিদ্দিকুল আলম মামুন, সাবেক সভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক আশরাফুল হক, বেকারী এন্ড কনফেকশনারী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, হোটেল শ্রমিক নেতা আব্দুল লতিফ বাচ্চু, এস এম মাহবুব,
মো: মফিজ উদ্দিন, মিলন মিয়া, হযরত আলী, ময়েন উদ্দিন, রঞ্জিত, হাসনা ভানু প্রমূখ। বক্তারা বলেন, এখন পর্যন্ত হোটেল শ্রমিকরা তাদের ন্যায্য বোনাস বেতন পায়নি। পাবে কি না সেটারও কোন নিশ্চয়তা নেই। ঈদের আর দুইদিন হাতে
থাকলেও শ্রমিকদেরকে তাদের পাওনা না দিয়ে মালিক পক্ষ তালবাহানা করছে। নেতৃবৃন্দ অবিলম্বে ঈদুল আজহা উপলক্ষে এক মাসের বেতন
সম পরিমান টাকা বোনাস, স্ব বেতনে ৫ দিন উৎসব
ছুটি প্রদান, হোটেল সেক্টরে শ্রম আইন বাস্তবায়সহ তাদের দাবীগুলি মেনে নেয়ার জন্য জোর দাবী জানায়।