স্টাফ রির্পোটার,বগুড়া : বগুড়ার নন্দীগ্রাম পৌর শহরের পশ্চিম পাড়ার বহুল আলোচিত চাল ব্যবসায়ী আবুল কালাম হাজির নিকট সম্প্রতি পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার ১৫/২০ জন একত্রে দলবদ্ধ হয়ে চাঁদার দাবিতে মারপিট করে। পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার চাল ব্যবসায়ী আবুল কালাম হাজির নিকট ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। এরপরে ১৫ লাখ,১০ লাখ,সর্বশেষ ৫ লাখ টাকায় রাজী হয় আলেকজান্ডার। কিন্তু ব্যবসায়ী আবুল কালাম হাজি বিষয়টি গোঁপনে পৌর বিএনপির সাধারন সম্পাদক শফিউল আলম সুমনকে জানালে আলেকজান্ডারসহ তার লোকজন চলে যায়। এ ঘটনায় পুরো উপজেলাবাসী হতভম্ব হয়ে যায়। এর আগে সাবেক এমপি মোশারফ হোসেনের এ সংক্রান্ত অডিও রেকর্ড ফাঁস হয়। পৌর শহরের আলোচিত এই বিষয়টি বিএনপি নেতা মোশারফ হোসেন ধামাচাঁপা দেওয়ার চেষ্টায় রয়েছে। অথচ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চাঁদাবাজিসহ সমাজবিরোধী কর্মকান্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বহিস্কারসহ আইনগত ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছেন অনেক আগেই। তবে নন্দীগ্রাম উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথা নয়,নন্দীগ্রাম-কাহালুতে সাবেক এমপি মোশারফ হোসেনের কথায় শেষ কথা বলে কোনো অন্যায়ের বিরুদ্ধে জেলা বিএনপিও সিদ্ধান্ত নিতে পারে না এমন অভিযোগ রয়েছে দলের অভ্যন্তরে । এর নেপথ্যের কারণ হিসাবে নাম প্রকাশ না করার শর্তে উপজেলা বিএনপির একজন সাবেক সভাপতি বলেন,মোশারফ হোসেন দল পরিচালনার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মোটা অঙ্কের টাকা দিয়ে থাকেন। এছাড়া বগুড়া জেলা বিএনপি ও কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক ব্যয়ের সিংহভাগই মোশারফ হোসেন খরচ বহন করে। যে কারণে নন্দীগ্রাম-কাহালু উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন মোশারফ হোসেনের একক সিদ্ধান্তেই পরিচালিত হবে বলে দলীয় নেতাকর্মিদের গর্ব করে বলে থাকেন। এতে করে নন্দীগ্রাম-কাহালু উপজেলায় বিএনপির নেতাকর্মিরা ইসলামী জালসায় মঞ্চে জনসম্মুখে মাওলানাকে গালিগালাজ,ধাক্কাধাক্কি,হাট-বাজারসহ বিভিন্ন জায়গায় দলের নাম ভেঙ্গে অনৈতিক সুবিধা নিলেও এখন পর্যন্ত কারো বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়নি। বরং অভিযুক্তদের সঙ্গে নিয়েই বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে বিএনপি নেতা মোশারফ হোসেন। যে কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাংগঠনিক নির্দেশ অনেকটা হাসি তামাশায় পরিণত হয়েছে। তাই এবার কি পদক্ষেপ নেবে তারেক রহমান অথবা জেলা,কেন্দ্রীয় বিএনপি-সেটাই এখন দেখার অপেক্ষায় রয়েছে সচেতনেরা। তবে এবার বহুল আলোচিত চাল ব্যবসায়ী আবুল কালাম হাজির মুখ থেকেই শুনুন,সেই চাঁদাবাজির ঘটনা.....।