স্টাফ রিপোর্টার,
বগুড়া
বগুড়ায় এবার
প্রায় ১ হাজার
৬০০ ঈদের
জামাত অনুষ্ঠিত
হবে। বগুড়া
শহরের সূত্রাপুর
কেন্দ্রীয় ঈদগাহ
মাঠে সকাল
সাড়ে ৮টায়
ঈদের প্রধান
জামাত অনুষ্ঠিত
হবে। আবহাওয়া
খারাপ থাকলে
সকাল সাড়ে
৮টার সময়ে
কেন্দ্রীয় বড়
মসজিদে এবং
বাইতুর রহমান
সেন্ট্রাল মসজিদে
বিকল্প ব্যবস্থা
করা হয়েছে।
বগুড়া কেন্দ্রীয়
বড় জামে
মসজিদের খতিব
মাওলানা আসগার
আলী ঈদ জামাতের ইমামতি
করবেন। এ ছাড়াও
সকাল ৮টায়
বগুড়া জিলা
স্কুলমাঠে বাংলাদেশ
জমিয়তে আহলে
হাদিসের ঈদের
জামাত, সকাল
৯টায় শহরের
আলতাফুন্নেছা খেলার
মাঠেও ঈদ
জামাত অনুষ্ঠিত
হবে।
জামিল মাদরাসায়
ঈদের জামাত
হবে সকাল
সাড়ে ৬টায়।
সুলতানগঞ্জ পাড়া
ঈদগাহে (সত্যপীরতলা)
ঈদগাহে সকাল
৮টায়, আলামিয়া
তলা ঈদগাহে
সকাল ৮টা,
বৃন্দাবনপাড়া ঈদগাহে
ঈদের জামাত
হবে সকাল
সাড়ে ৭টায়,
মালতীনগর কেন্দ্রিয়
ঈদগাহে সকাল
৭টা ৪৫
মিনিটে, ধাওয়াপাড়া
বাইতুস সালাম
জামে মসজিদ
সংলগ্ন ঈদগাহে
সকাল ৮টায়,
ইসলামপুর হরিগাড়ি
ঈদগাহে দুটি
জামাত হবে,
প্রথম জামাত
হবে সকাল
৮টায় দ্বিতীয়
জামায়াত হবে
সকাল ৯টায়। নারুলী
বুদা প্রামাণিক
কেন্দ্রীয় ঈদগাহে
সকাল সাড়ে
৮টায়, মালগ্রাম–ছিলিমপুর
ঈদগাহে সকাল
সাড়ে ৮টায়,
নিশিন্দারা কারবালা
শাহী ঈদগাহে
সকাল ৮টায়,
ফুলবাড়ি ও
উত্তর মধ্যেপাড়া
গোরস্থান কেন্দ্রীয়
ঈদগাহে সকাল
৮টায়, করোনেশন
স্কুল ঈদগাহে
সকাল সাড়ে
৮টায়, শাজাহানপুর
উপজেলার সাজাপুর
ফুলতলা মাদরাসা
ঈদগাহ, আশেকপুর
ঈদগাহে সকাল
সাড়ে ৭টায়
এবং বেজোড়া
দক্ষিণপাড়া ঈদগাহে
সকাল ৮টায়
ঈদের জামাত
অনুষ্ঠিত হবে।
ঈদুল ফিতরে
বগুড়া জেলাজুড়ে
তিন স্তরের
নিরাপত্তা ব্যবস্থা
নেয়া হয়েছে।
ধর্মীয় ভাবগাম্ভীর্যের
মধ্য দিয়ে
উৎসবমুখর পরিবেশে
ঈদ উদ্যাপনে
নিরাপত্তা নিশ্চিত
করতে পুলিশ
সব ধরনের
কাজ করছে। সূত্রাপুর
কেন্দ্রীয় ঈদগাহ
ময়দানে কয়েক
স্তরে নিরাপত্তা
জন্য নারী
পুলিশ, সাদা
পোশাকে গোয়েন্দা
পুলিশ ও
স্পেশাল ব্রাঞ্চের
পুলিশও মাঠে
মোতায়েন থাকবে।
এছাড়া ঈদ
ঘিরে কোনো
ধরনের নাশকতার
আশঙ্কা নেই
বলে জানিয়েছেন
অতিরিক্ত পুলিশ
সুপার মোতাহার
হোসেন।