• ঢাকা
  • মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি ২০২৫ , রাত ০২:৩২
  • ২৮ মাঘ, ১৪৩১
ব্রেকিং নিউজ
হোম / বগুড়া প্রতিদিন

বগুড়ায় ৯টি সুন্ধি কাছিমসহ ৩জন গ্রেফতার

রিপোর্টার : amarsonardesh.com
বগুড়ায় ৯টি সুন্ধি কাছিমসহ ৩জন গ্রেফতার ই-পেপার/প্রিন্ট ভিউ

স্টাফ রিপোর্টার, বগুড়া

পাচারের সময় বগুড়ার শাজাহানপুরে ৯টি সুন্ধি কাছিম উদ্ধার করেছে ্যাব-১২। সময় পাচারের অভিযোগে তিন বাসযাত্রীকে আটক করা হয়। মঙ্গলবার (২৯ আগস্ট) সকালে শাজাহানপুরের মাঝিড়া ঢাকা-রংপুর মহাসড়কে আটক করা হয়। দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান ্যাব-১২ বগুড়া ক্যাম্পের কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন। আটক তিন জন হলেন নীলফামারী জেলার  ডোমার উপজেলার ডুগডুগি বড়গাছা গ্রামের শ্রী সুবাস চন্দ্র রায় (৩৫),মানিক রায় (২০) প্রদীপ রায় (৩৫) ্যাবের   কমান্ডার জানান, কুমিল্লা থেকে নীলফামারীগামী  একটি বাসে কাছিম পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদ ছিল ্যাবের কাছে। তথ্যের ভিত্তিতে ভোরে মাঝিড়া বন্দরের  জব্বার হোটেলের সামনে চেকপোস্ট বসানো হয়। সকাল পৌনে সাতটার দিকে বিপুল এন্টারপ্রাইজ পরিবহনের বাসটি সেখানে পৌছলে  ্যাব  সদস্যরা তল্লাশী চালান।  সময় তিন বাসযাত্রীর আচরণ সন্দেহজনক হওয়ায় জিজ্ঞাসাবাদ করলে তারা কাছিম পরিবহনের কথা স্বীকার করেন। পরে তাদের কাছে কালো রংয়ের প্লাস্টিকের একটি বালতির মধ্যে রক্ষিত টি কচ্ছপ উদ্ধার করা হয়। পরে বগুড়া সামাজিক বনবিভাগ উদ্ধার হওয়া প্রাণীগুলোকে বাংলাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ নিরাপত্তা) আইন ২০১২ অনুযায়ী রক্ষিত সুদ্ধি কাছিম হিসেবে শনাক্ত করেন। ক্রয় বিক্রয় পরিবহন আইন পরিপন্থি হওয়ায়  আটক তিনজনের বিরুদ্ধে বাংলাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ নিরাপত্তা) আইন ২০১২ অনুসারে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানায় হস্তান্তর  করা হয়েছে।

 


Bangladesh

আরও পড়ুন