স্টাফ
রিপোর্টার, বগুড়া
পাচারের সময় বগুড়ার শাজাহানপুরে ৯টি সুন্ধি কাছিম উদ্ধার করেছে র্যাব-১২। এ সময় পাচারের অভিযোগে তিন বাসযাত্রীকে আটক করা হয়। মঙ্গলবার (২৯ আগস্ট) সকালে শাজাহানপুরের মাঝিড়া ঢাকা-রংপুর মহাসড়কে এ আটক করা হয়। দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন। আটক তিন জন হলেন নীলফামারী জেলার ডোমার উপজেলার ডুগডুগি বড়গাছা গ্রামের শ্রী সুবাস চন্দ্র রায় (৩৫),মানিক রায় (২০) ও প্রদীপ রায় (৩৫)। র্যাবের কমান্ডার জানান, কুমিল্লা থেকে নীলফামারীগামী একটি বাসে কাছিম পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদ ছিল র্যাবের কাছে। এ তথ্যের ভিত্তিতে ভোরে মাঝিড়া বন্দরের জব্বার হোটেলের সামনে চেকপোস্ট বসানো হয়। সকাল পৌনে সাতটার দিকে বিপুল এন্টারপ্রাইজ পরিবহনের বাসটি সেখানে পৌছলে র্যাব সদস্যরা তল্লাশী চালান। এ সময় তিন বাসযাত্রীর আচরণ সন্দেহজনক হওয়ায় জিজ্ঞাসাবাদ করলে তারা কাছিম পরিবহনের কথা স্বীকার করেন। পরে তাদের কাছে কালো রংয়ের প্লাস্টিকের একটি বালতির মধ্যে রক্ষিত ৯ টি কচ্ছপ উদ্ধার করা হয়। পরে বগুড়া সামাজিক বনবিভাগ উদ্ধার হওয়া প্রাণীগুলোকে বাংলাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ অনুযায়ী রক্ষিত সুদ্ধি কাছিম হিসেবে শনাক্ত করেন। ক্রয় বিক্রয় পরিবহন আইন পরিপন্থি হওয়ায় আটক তিনজনের বিরুদ্ধে বাংলাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ অনুসারে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।