• ঢাকা
  • রবিবার , ২৭ এপ্রিল ২০২৫ , রাত ০৯:২৯
  • ১৪ বৈশাখ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / বগুড়া প্রতিদিন

বগুড়ার মেয়র রেজাউল করিম বাদশার সংবাদ সম্মেলন

রিপোর্টার : amarsonardesh.com
বগুড়ার মেয়র রেজাউল করিম বাদশার সংবাদ সম্মেলন ই-পেপার/প্রিন্ট ভিউ

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। শনিবার (২৬ আগষ্ট) বেলা ১১ টায় বগুড়ার পৌরসভার ভবনে বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশার সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠকালে বলেন স্থানীয় সরকার বিভাগের অনুমতি ব্যতিরেকে পৌর ভবনের নকসা পরিবর্তন করে মিডর্যান্ড ব্যংকের উপশাখা স্থাপন বগুড়া পৌরসভার রাজস্ব খাতের যাবতীয় লেনদেন ব্যংকিং পদ্ধতিতে হয়। ব্যংকিং পদ্ধতিতে লেনদেন করার জন্য পৌর এলাকার ৩০টি ব্যাংক হিসাব খোলা রয়েছে। সেবা গ্রহীনতাগণ উক্ত ব্যাংক হিসাবগুলিতে পৌর কর বা ফিস জমা প্রদান করে থাকেন। কিন্তু ব্যাংকগুলো পেীরসভার কার্যালয় থেকে দূরে হওয়ায় সেবা গ্রহীনতাগণ পৌরসভা থেকে  বিল সংগ্রহ করে উক্ত ব্যাংকগুলোতে গিয়ে পৌর কর বা ফি জমা প্রদান করতে সময় শ্রমের অপচয় হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে আমার পূর্ববর্তী পৌর পরিষদের সিন্ধান্ত মোতাবেক মিডল্যান্ডব্যাংকের একটি বুথ পৌরসভা কার্যালয়ের মধ্যে স্থাপন করা হয়। এছাড়া বগুড়া পৌরসভার ১৮ টি বিভাগকের বিরুদ্ধে কৈগাড়ি এলাকার নিবাসী এম কে আজাদ ওরফে প্রিন্স মাহমুদ কর্র্তৃক মিথ্যা ভিত্তিহীন অভিযোগ। দীঘীদিন ধরে পৌরসভার বিভিন্ন রকম কাজ করে দেওয়ার নামে পৌর নাগরিকদের কাছে সে অতিরিক্ত অর্থ হাতিয়ে নেয়। তার বিরুদ্ধে অনেক আগে থেকেই অভিযোগ ছিল। সে একজন দালাল। তাই আমি কৈগাড়ি এলাকার নিবাসী এম কে আজাদ ওরফে প্রিন্স মাহমুদ বিরুদ্ধে মানহানীর মামলা করব। অপর প্রশ্নের জবাবে মেয়র রেজাউল করিম বাদশা বলেন বাদুরতলা আব্দুল মান্নান আকন্দ তিনি তার ফেসবুক লাইভে আমার বিরুদ্ধে অগ্রহণযোগ্য কিছু অভিযোগ করছে, যা সত্য নয়। সময় সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার প্যানেল মেয়র পরিমল চন্দ্র দাশ, আলহাজ¦ শেখ, মহিলা প্যানেল মেয়র শিরিন আক্তার, বগুড়া পৌরসভার নির্বাহী সচিব শাজাহান আলী, বগুড়া পৌরসভার কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু, কবিরাজ তরুন কুমার চক্রবর্তী, আব্দুল মতিন সরকার, রেজাউল করিম ডাবলু, দেলোয়ার হোসেন পশারী হিরু, এরশাদুল বারী এরশাদ, আরিফুর রহমান আরিফ, এনামুল হক সুমন, আল মামুন, এম.আর. ইসলাম রফিক, আমিনুল ইসলাম, আমিন আল মেহেদী, ইকবাল হোসেন রাজু, রাজু হোসেন পাইকার, লুৎফর রহমান মিন্টু, রস্তম আলী, রুহুল কুদ্দুস দিলু বগুড়া পৌরসভার সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর জোবায়দা বেগম, হোসনে আরা হাসি, শাহীনুর শানু, মুক্তি বেগম, মঞ্জুয়ারা খাতুন।


Bangladesh

আরও পড়ুন