• ঢাকা
  • রবিবার , ২৭ এপ্রিল ২০২৫ , রাত ০৯:২৬
  • ১৪ বৈশাখ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / বগুড়া প্রতিদিন

বগুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ঘরের রেজিস্ট্রি কার্যক্রম শুরু

রিপোর্টার : amarsonardesh.com
বগুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ঘরের রেজিস্ট্রি কার্যক্রম শুরু ই-পেপার/প্রিন্ট ভিউ

বগুড়া সদর উপজেলায় মুজিব শতবর্ষে গৃহহীন ও ভূমিহীনদের পূর্নবাসনের লক্ষ্যে সুবিধাভোগীদের জন্য বরাদ্দ করা ঘরের রেজিস্ট্রি কার্যক্রম শুরু হয়েছে । মঙ্গলবার এই কার্যক্রমটি শুরু হয়।বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সাব রেজিস্টার সাব্বির আহমেদ । তিনি জানান, প্রধানমন্ত্রী কর্তৃক আশ্রয়ন প্রকল্পের ঘরের রেজিস্ট্রি কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে । কাজটি আগামী তিন দিন পর্যন্ত চলবে । আজ প্রথম দিনে মোট ১০৫ জনের কার্যক্রম সম্পন্ন করা হয়েছে ।

বরাদ্দের ঘর পাওয়া প্রসঙ্গে নাসিমা বেগম (৬৫) জানান, আমার নিজস্ব কোনো ঘর ছিলোনা, থাকতাম অন্যের ভাড়া বাড়িতে প্রধানমন্ত্রী আমাদের থাকার জন্য ঘরের ব্যবস্থা করে দিয়েছেন এজন্য আমি অনেক খুশি। অটোরিকশা চালক মানিক (৩৫) জানান, আমি একজন অটোরিকশা চালক । সাবগ্রামের খামারকান্দিতে ভাড়া বাড়িতে থাকতাম। রিক্সা চালিয়ে যে আয় হতো তাতে করে বাড়ি ভাড়া দিতে অনেক কষ্ট হতো । কার্যক্রম শেষ হলে প্রধানমন্ত্রীর দেয়া ঘরে পরিবারসহ উঠতে পারবো ।


Bangladesh

আরও পড়ুন