• ঢাকা
  • শনিবার , ১৪ জুন ২০২৫ , রাত ০১:৩০
  • ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / বগুড়া প্রতিদিন

বগুড়া সমবায় ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন মাফতুন আহমেদ খান রুবেল

রিপোর্টার : amarsonardesh.com
বগুড়া সমবায় ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন মাফতুন আহমেদ খান রুবেল ই-পেপার/প্রিন্ট ভিউ

আমার সোনার দেশ ডিজিটাল:আবারো বগুড়া সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহন করলেন বগুড়া জেলা বিএনপির সহ সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি সমবায়ী নেতা এইচ. এস. মাফতুন আহমেদ খান রুবেল। গত ২৫ মার্চ অনুষ্ঠিতবগুড়া সমবায় ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির পরপর চারটি সভায় অনুপস্থিত থাকায় ব্যাংকের বিগত চেয়ারম্যানের পদটি সমবায়  সমিতি বিধি ৩৯ এর ধারা মোতাবেক শুন্য ঘোষনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এরপর বিধি অনুযায়ী সকল নিয়ম কানুন মেনে সর্বসম্মতিক্রমে এইচ. এস. মাফতুন আহমেদ খান রুবেলকে

চেয়ারম্যান পদে নির্বাচিত করা হয়। সেই ধারাবাহিকতায় (১৩ এপ্রিল) রবিবার দুপুরে ব্যাংকের নবনির্বাচিত চেয়ারম্যান এইচ.এস. মাফতুন আহমেদ খান রুবেলকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার অর্পন করা হয়। এ সময় বগুড়া সমবায় ব্যাংক লিমিটেডের সকল পরিচালকবৃন্দ, কর্মকর্তা- কর্মচারীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। উল্লেখ্য,এইচ.এস. মাফতুন আহমেদ খান রুবেল বিগত বিএনপি সরকারের আমলসহ পরবর্তী সময়েও চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এরপর এবার দীর্ঘ ১৪ বছর পর আবারো এইচ.এস. মাফতুন আহমেদ খান রুবেল বগুড়া সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান নির্বাচিত হলেন।



Bangladesh

আরও পড়ুন