• ঢাকা
  • রবিবার , ২২ জুন ২০২৫ , সকাল ১১:৪৫
  • ৮ আষাঢ়, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / বগুড়া প্রতিদিন

বগুড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র পরিমলের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের দায়ে দুদক’র অভিযোগপত্র দাখিল

রিপোর্টার : amarsonardesh.com
বগুড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র পরিমলের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের দায়ে দুদক’র অভিযোগপত্র দাখিল ই-পেপার/প্রিন্ট ভিউ

আমার সোনার দেশ ডিজিটাল : :  বগুড়া পৌরসভার সাবেক  প্যানেল ও সাবেক বিএনপি নেতা, ৬নং ওয়ার্ড কাউন্সিলর পরিমল চন্দ্র দাসের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের দায়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) আদালতে চার্জশীট দাখিল করেছে। পরিমল চন্দ্র দাস শহরের চেলোপাড়ার পরেশ চন্দ্র দাসের ছেলে।

সূত্র জানায়, জ্ঞাত আয় উৎস বর্হিভূত ১ কোটি ২৫ লাখ  ৯৩ হাজার ১৪৮ টাকা মুল্যমানের সম্পদ অর্জনের অভিযোগ এনে দায়েরকৃত মামলায়  সাবেক কাউন্সিলর পরিমল চন্দ্র দাসকে অভিযুক্ত করে বগুড়ার সিনিয়র স্পেশাল জজ আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে।  সূত্রের খবর, ২০২৩ সালে দুর্নীতি দমন কমিশনের নির্দেশে অভিযুক্ত পরিমল চন্দ্র দাসের প্রতি সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়। এর প্রেক্ষিতে পরিমল চন্দ্র দাস ২০২৩ সালের ৩০ মার্চ দুর্নীতি দমন কমিশন (দুদক) বগুড়া জেলা কার্যালয়ে সম্পদ বিবরণী দাখিল করেন। অভিযোগগুলো অনুসন্ধানের পরে দুর্নীতি দমন কমিশন বগুড়া জেলা কার্যালয়ের  সহকারী পরিচালক হাফিজুর রহমান বাদি হয়ে ২০২৩ সালের ১০ ডিসেম্বর তৎকালীন বগুড়া পৌরসভার ৬ নং ওয়ার্ড’র কাউন্সিলর পরিমল চন্দ্র দাসকে আসামি করে জেলা কর্যালয়ে এই মামলা দায়ের করেন।


Bangladesh

আরও পড়ুন